ঘরোয়া ক্রিকেটেও চুক্তির পক্ষে সওয়াল প্রাক্তন বোর্ড কর্তার


সরকারি ভাবে উত্তরাখণ্ড ক্রিকেটারদের ভাতা ১৫০০ টাকা। কিন্তু গত এক বছর তারা পেয়েছেন ১০০ টাকা করে। তার আগের দু’বছর কোনও ভাতাই পাননি।

কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কেন্দ্রীয় চুক্তি রয়েছে। শুরুতে শুধু মাত্র পুরুষ ক্রিকেটাররা বোর্ডের কেন্দ্রীয় চুক্তির (Central Contract) আওতায় থাকলেও, পরবর্তীতে মহিলা ক্রিকেটারদেরও কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়। তাহলে ঘরোয়া ক্রিকেটেও এমন হবে না কেন? এই নিয়ে আলোচনা বহুদিন। রঞ্জি ট্রফিকে সব রাজ্যে ছড়িয়ে দিতে প্রতিযোগিতায় দল বাড়ানো হয়েছে। তারকা ক্রিকেটাদের সঙ্গে ও বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেন তারা। কিন্তু আর্থিক সুরক্ষা?  উত্তরাখণ্ড ক্রিকেটে বিতর্কের জেরে আরও একবার ঘরোয়া ক্রিকেটারদের (Domestic Cricket) চুক্তির পক্ষে সওয়াল করলেন বোর্ডের প্রাক্তন কর্তা রত্নাকর শেট্টি। কোয়ার্টার ফাইনালে মুম্বাইয়ের কাছে বিশ রেকর্ড ৭২৫ রানের ব্যবধানে হারে উত্তরাখণ্ড। কিন্তু মাঠের বাইরে তাঁদের পরিস্থিতি দিনমজুরের মতোই। গত এক বছর ধরে রাজ্য দলের প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের দৈনিক ভাতা মাত্র ১০০ টাকা।

সেই রিপোর্টের ভিত্তিতেই, বোর্ডের প্রাক্তন জেনারেল ম্যানেজার রত্নাকর শেট্টি বলছেন, ‘রঞ্জি ট্রফি ক্রিকেটারদেরও চুক্তির আওতায় আনা উচিত। বোর্ডের পক্ষ থেকে যথেষ্ট টাকা দেওয়া হয় (রাজ্য সংস্থাকে)। বোর্ডের উচিত রাজ্য সংস্থাগুলির জন্য পরিস্কার নির্দেশিকা তৈরি করে দেওয়া। অন্তত কিছু প্লেয়ারের আর্থিক সুরক্ষা থাকবে। সকলে তো আইপিএল খেলে না।’

এই খবরটিও পড়ুন



সরকারি ভাবে উত্তরাখণ্ড ক্রিকেটারদের ভাতা ১৫০০ টাকা। কিন্তু গত এক বছর তারা পেয়েছেন ১০০ টাকা করে। তার আগের দু’বছর কোনও ভাতাই পাননি। বোর্ডকে সে বিষয়ে লিখিতভাবে জানান উত্তরাখণ্ড অধিনায়ক জয় বিস্তা।  উত্তরাখণ্ড ক্রিকেট বোর্ডের কর্তারা অবশ্য এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

Leave a Reply