ভঙ্গে-বিভঙ্গে অঙ্গশোভা পেইজ ভ্যানজ্যান্টের


মার্কিন মিক্সড মার্শাল আর্ট তারকা পেইজ ভ্যানজ্যান্ট (Paige VanZant) ফের একবার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন। ইন্সটাগ্রামে (Instagram) পেইজ তাঁর মডেল বান্ধবী ইরেকার (Airwrecka) সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। নীল সমুদ্রের বুকে চুটিয়ে ছুটি উপভোগ করছেন পেইজ ও তাঁর বান্ধবী। যেখানে তাঁদের দেখা যায়, অন্তর্বাস হাওয়ায় উড়িয়ে দিতে। দেখে নিন পেইজ ও তাঁর বান্ধবীর আগুন ঝরানো ছবি…


Jun 10, 2022 | 7:30 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Jun 10, 2022 | 7:30 PM




বান্ধবী ইরেকার সঙ্গে পেইজ ব্রা-লেস ছবি শেয়ার করেছেন ইন্সটাতে। যে ছবিতে দেখা যাচ্ছে পেইজ ও তাঁর বান্ধবী অন্তর্বাস হাওয়ায় উড়িয়ে দিয়ে পোজ দিয়েছেন।

বান্ধবী ইরেকার সঙ্গে পেইজ ব্রা-লেস ছবি শেয়ার করেছেন ইন্সটাতে। যে ছবিতে দেখা যাচ্ছে পেইজ ও তাঁর বান্ধবী অন্তর্বাস হাওয়ায় উড়িয়ে দিয়ে পোজ দিয়েছেন।

পেইজ ভ্যানজ্যান্ট ও ইরেকাকে একসঙ্গে একাধিকবার বিভিন্ন ফটোশুট করতে দেখা গিয়েছে।

পেইজ ভ্যানজ্যান্ট ও ইরেকাকে একসঙ্গে একাধিকবার বিভিন্ন ফটোশুট করতে দেখা গিয়েছে।

ইরেকা ও পেইজ ভ্যানজ্যান্ট জুটি ওল্ড মোটরবাইক আর্কেড গেমের জন্য করা ফটোশুটে রীতিমতো আগুন ঝরিয়েছেন।

ইরেকা ও পেইজ ভ্যানজ্যান্ট জুটি ওল্ড মোটরবাইক আর্কেড গেমের জন্য করা ফটোশুটে রীতিমতো আগুন ঝরিয়েছেন।

কোনও জায়গায় বেড়াতে গেলেই বিকিনি লুকের একাধিক ছবি নেটদুনিয়ায় শেয়ার করেন পেইজ।

কোনও জায়গায় বেড়াতে গেলেই বিকিনি লুকের একাধিক ছবি নেটদুনিয়ায় শেয়ার করেন পেইজ।

লাস্যময়ী পেইজের আগুন ঝরানো ছবি দেখে যে কারও চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য।

লাস্যময়ী পেইজের আগুন ঝরানো ছবি দেখে যে কারও চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য।

আর মাত্র কয়েকদিনের মধ্যে পেইজ প্রথমবার 3D NFT ভিডিও প্রকাশ্যে আনতে চলেছেন। যার ঝলক তিনি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।

আর মাত্র কয়েকদিনের মধ্যে পেইজ প্রথমবার 3D NFT ভিডিও প্রকাশ্যে আনতে চলেছেন। যার ঝলক তিনি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।






Most Read Stories


Leave a Reply