Published by: Sulaya Singha | Posted: June 10, 2022 2:47 pm| Updated: June 10, 2022 2:47 pm
ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলার জয়জয়কার। ঝাড়খণ্ডকে একেবারে উড়িয়ে দিয়ে শেষ চারের টিকিট পাকা করে ফেলল বাংলা। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন মন্ত্রী মনোজ তিওয়ারি।
প্রথম ইনিংসে ৭৩ রান করে আউট হয়েছিলেন মনোজ। তবে দ্বিতীয় ইনিংসে খেললেন আরও ভরসা যোগ্য ইনিংস। মারকাটারি ব্যাটিং করে ১৩৬ রান ভরলেন ঝুলিতে। প্রথম ইনিংসে যাঁরা তাঁর মন্থর ইনিংস নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ব্যাট হাতেই তাঁদের মুখ বন্ধ করে দিলেন।
Match Update: Bengal -318/7 dec in 85.1 overs (Shahbaz 46 off 51, Akash Deep* 13 off 15)
Match Drawn Bengal took first innings lead (Qualified) #BENvJHA #RanjiTrophy #QF1 pic.twitter.com/OqNxBD2yjz
— CABCricket (@CabCricket) June 10, 2022
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ