মনে করা হচ্ছে পরবর্তী পাঁচ মরসুমের জন্য আইপিএল সম্প্রচার স্বত্ব-র জন্য বোর্ড অন্তত ৪৫ হাজার কোটি টাকা পেতে পারে।
নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল-র (IPL) সম্প্রচার স্বত্ব নিয়ে ধুন্ধুমার। কোন চ্যানেল কিংবা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে আইপিএল, এই নিয়েই জল্পনা। এবারই আইপিএলের সম্প্রচার স্বত্বের চুক্তি শেষ হয়েছে স্টারের। নতুন করে সম্প্রচার স্বত্ব কেনার লড়াইয়ে মূলত জেফ বেজোস এবং মুকেশ আম্বানি। ওটিটি প্ল্যাটফর্মের বৃহত্তম সংস্থা অ্যামাজন নিলাম প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছে। রিলায়ান্স ইন্ড্রাস্টি লিমিটেডের ভায়াকম ১৮’কে টিভি এবং ডিজিটাল মাধ্যমে সম্প্রচার স্বত্ব (Media Rights) কেনার বিষয়ে সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছে। বেজোস-র অ্যামাজন প্রত্যাশিত ভাবেই সম্প্রচার স্বত্ব কেনার ব্যাপারে সকলের মূল প্রতিদ্বন্দ্বী ছিল। কোনও কারণ প্রকাশ না করলেও, নিলাম প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে অ্যামাজন। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এক আধিকারিক জানিয়েছেন, ‘অ্যামাজন দৌড় থেকে সরে দাঁড়িয়েছে। টেকনিকাল নিলাম প্রক্রিয়ায় তারা অংশ নেয়নি। গুগলের (ইউটিউব) ক্ষেত্রে বলা যায়, তারা নিলামের দরপত্র তুললেও, জমা দেয়নি। এখনও পর্যন্ত ১০ টি সংস্থা (টিভি এবং স্ট্রিমিং) এর ব্যাপারে দৌড়ে রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে আইপিএল সম্প্রচার স্বত্ব-র বিষয়টি চতুর্মুখী লড়াই হয়ে দাঁড়িয়েছে। ২০২৩-২০২৭, এই পাঁচ মরসুম পর্যন্ত চারটি নির্দিষ্ট প্যাকেজের জন্য ই-অকশন হবে। প্রতি মরসুমে ৭৪টি ম্যাচের কথা প্রাথমিকভাবে থাকলেও, ম্যাচ সংখ্যা বাড়তেও পারে। প্যাকেজ এ-তে রয়েছে, শুধুমাত্র ভারতে এক্সক্লুসিভ টেলিভিশন সম্প্রচার স্বত্ব। প্যাকেজ বি-ভারতে ডিজিটাল সম্প্রচার স্বত্ব-র জন্য। প্যাকেজ সি-শুধুমাত্র বাছাই করা ১৮টি ম্যাচের, প্রতি মরসুমে ডিজিটাল মাধ্যমে দেখানোর সুযোগ পাবে। প্যাকেজ ডি-তে থাকছে টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে বিদেশেও সম্প্রচারের জন্য। বোর্ডের সংশ্লিষ্ট কর্তার তথ্য অনুযায়ী, ‘আরও পরিষ্কার করে বললে, ভায়াকম ১৮ (যৌথ সংস্থা), বর্তমান সম্প্রচার স্বত্বাধিকারি ওয়াল্ট ডিজনি (স্টার), জি, সোনি- এই চারটি সংস্থা প্যাকেজগুলি নেওয়ার ব্যাপারে দৌড়ে রয়েছে। টিভি এবং ডিজিটাল সব দিক থেকেই।’
ডিজিটাল মাধ্যমে অন্যান্য বেশ কিছু সংস্থাও দৌড়ে রয়েছে যেমন- টাইমস ইন্টারনেট, ফানএশিয়া, ড্রিম ১১, ফ্যানকোড। তেমনই বিদেশে টিভি এবং ডিজিটাল সম্প্রচারের জন্য লড়াইয়ে স্কাই স্পোর্টস (যুক্তরাজ্য) এবং দক্ষিণ আফ্রিকার সুপারস্পোর্ট। গতবার স্টার ইন্ডিয়া টিভি এবং ডিজিটাল দুই মাধ্যমের জন্যই ১৬,৩৬৭ কোটি টাকায় নিয়েছিল। তবে এবার বেস প্রাইসই ৩২ হাজার কোটি টাকার উপরে। এবার প্রতিটি নিলামকারী সংস্থাকে আলাদা প্যাকেজের জন্য দরপত্র দিতে হবে। মনে করা হচ্ছে পরবর্তী পাঁচ মরসুমের জন্য আইপিএল সম্প্রচার স্বত্ব-র জন্য বোর্ড অন্তত ৪৫ হাজার কোটি টাকা পেতে পারে। সেক্ষেত্রেও প্রায় আড়াই গুন অর্থ বৃদ্ধি হতে পারে।