ম্যাচ দেখতে গিয়ে ধুন্ধুমার, চলল এলোপাথাড়ি কিল-চড়-ঘুসি, দেখুন ভিডিও
২২ গজের লড়াই দেখতে গিয়ে নিজেরাই জড়িয়ে গেলেন ধুন্ধুমার লড়াইয়ে।
নয়াদিল্লি: ২২ গজের লড়াই দেখতে গিয়ে নিজেরাই জড়িয়ে গেলেন ধুন্ধুমার লড়াইয়ে। হ্যাঁ ঠিকই পড়ছেন। এমনটাই হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ৯ জুন ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের প্রথম টি-২০ (T20) ম্যাচ দেখতে গিয়ে হাতাহাতি লেগে যায় স্টেডিয়ামের পূর্ব দিকের স্ট্যান্ডে। পুরো ঘটনাটির ভিডিও ক্যামেরাবন্দি করেন এক দর্শক। বেশ কিছুক্ষণ ধরে দু’চার জন দর্শক এলোপাথাড়ি কিল-চড়-ঘুসি মারতে থাকেন। হঠাৎ কেন উত্তপ্ত হয়েছিল অরুণ জেটলি স্টেডিয়াম তার সঠিক কারণ জানা যায়নি। তবে গ্যালারির এই ধুন্ধুমার লড়াইের ভিডিও নেটদুনিয়ায় রীতিমতে ভাইরাল হয়েছে।
দেখুন ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচ গ্যালারিতে হওয়া ধুন্ধুমার লড়াইয়ের ভাইরাল ভিডিও —
Exclusive video from #QilaKotla yesterday East Stand pic.twitter.com/CXgWMOse87
— Pandit Jofra Archer (@Punn_dit) June 10, 2022
টুইটারেত্তিরা ওই ভিডিওর কমেন্টে বার বার জিজ্ঞাসা করতে থাকেন, কী কারণে এই ঝামেলা হয়েছিল? যে ব্যক্তি ওই ভিডিওটি টুইটারে শেয়ার করেছিলেন, তিনি লেখেন, ‘একজনকে ভীষণ উত্তেজিত দেখাচ্ছিল। হয়তো সে প্রথম বার স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিল। সঙ্গে করে নিয়ে এসেছিল ভারতের একটা বড় পতাকা। হতে পারে তার জন্য ওর পাশে থাকা দর্শকদের সমস্যা হচ্ছিল। প্রথমে ঝামেলা হয় মুখে মুখে তারপর যে পতাকা নিয়ে এসেছিল সে পিছনের স্ট্যান্ড থেকে আরও অনেককে ডেকে নেয়, তারপর….’
one guy was overexcited. First time aya tha dekhne stadium me shayd. Usne bada flag bhi liya hua tha ek India ka. Uske wajah se shayd unhe problem ho rhi thi baar baar. Behes start hui Fir flag wale ne piche ke stands se aur bande bula liye fir…
— Pandit Jofra Archer (@Punn_dit) June 10, 2022
ভিডিওতে দেখা গিয়েছে, গ্যালারিতে হওয়া মারপিট মারাত্মক আকার নেওয়ার আগে দিল্লি পুলিশ সেখানে এসে পরিস্থিতি সামাল দেয়।
উল্লেখ্য, প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে তেম্বা বাভুমাদের ২১২ রানের টার্গেট দিয়েছিল ভারত। তবে শেষ অবধি বোলিং ব্যর্থতার ফলে ৭ উইকেটে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যার ফলে টানা ১৩ টি টি-২০ ম্যাচে জিতে বিশ্বরেকর্ড গড়ার নজির গড়তে পারেনি মেন ইন ব্লু। এ বার আগামীকাল, রবিরাতে কটকের বারাবাতি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে দুই দল। সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য হবে পন্থদের।