ঈশানকে দরাজ সার্টিফিকেট দিলেন গৌতম গম্ভীর, কেন জানেন?
Gautam Gambhir on Ishan Kishan: মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ উইকেটকিপার-ব্যাটারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর।
নয়াদিল্লি: আগামীকাল তেম্বা বাভুমাদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে (2nd T20) নামবে মেন ইন ব্লু। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম টি-২০তে দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে ৭ উইকেটে হেরেছে ভারত (India)। বড় রানের (২১২) টার্গেট দিয়েও বোলিং ব্যর্থতায় ডুবেছিল ভারত। তবে সিরিজের প্রথম ম্যাচে হারের মুখ দেখলেও, টিম ইন্ডিয়া পেয়েছে বেশ কয়েকটি ইতিবাচক দিকও। প্রথম টি-২০-তে ৪৮ বলে ৭৬ রান করে যান ঈশান কিষাণ (Ishan Kishan)। তবে দলকে জেতাতে পারেনি ঈশানের ইনিংস। তবে তিনি আভাস দিয়ে গিয়েছেন, নির্বাচকরা তাঁর ওপর ভরসা রেখে ভুল করেননি। মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ উইকেটকিপার-ব্যাটারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে ম্যাচের শেষের আলোচনায় গৌতি ঈশানকে ভয়ঙ্কর ব্যাটার বলে উল্লেখ করেন। প্রোটিয়াদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার নতুন ওপেনিং জুটি ঋতুরাজ গায়কোয়াড় এবং ঈশান কিষাণ পাওয়ার প্লেতে ৫১ রান তুলে দিয়ে ম্যাচের শুরুটা ভালোই করেছিলেন। এরপর ঋতু আউট হয়ে গেলেও, ঈশান দলকে এগিয়ে নিয়ে যান। ১১টি চার ও তিনটি ছয় মেরে ৭৬ রান করেন ঈশান। তবে প্রোটিয়া তারকা কেশব মহারাজের বলে ছয় মারতে গিয়ে আউট হনে যান তিনি। তবে ঈশানকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন গৌতম। তিনি বলেন, ‘ও ভীষণই আগ্রাসী ব্যাটার এবং সেই কারণেই আইপিএলে এত দাম দিয়ে ওকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ঈশানের ব্যাটিংয়ের সবথেকে ভালো জিনিস হল যে, ওর জায়গায় যদি অন্য কোনও ব্যাটার থাকত, তা হলে ওভারে ২০ রান তোলার পর ও শেষ বলে এক রান নিয়ে পরের ওভারে আবার আক্রমণ করত। তবে ও ২০ রানের ওভারটাকেও ২৬ রানের করে তুলতে চেয়েছিল। এই ধরনের নিঃস্বার্থ ব্যাটিংই তো টি-টোয়েন্টিতে কাম্য।’
ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারও ঈশানের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘এটা সবচেয়ে বড় ইতিবাচক দিক। কারণ টি-টোয়েন্টি খেলা যেভাবে বিকশিত হচ্ছে, তাতে সব সময় ডান-বামের কম্বিনেশন দরকার। আপনার কাছে যদি খুব উচ্চ মানের ডান-হাতি থাকে, তবে এটা আলাদা কথা। কিন্তু শিখর ধাওয়ানের পর ভারতীয় দল সেই খেলোয়াড়কে এখনও খুঁজছে।’