Image Credit source: TWITTER
সিরিজে ২-০ এগিয়ে গেল প্রোটিয়ারা।
কটক: অসমান বাউন্স। মন্থর পিচে খাবি খেল ভারতীয় ব্যাটিং (Team India)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ তেও হার। এদিনও টসে জেতেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা। ফিল্ডিং নেন। ডি ককের চোটে, একাদশে জোড়া পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকা। ডিকক এবং ত্রিস্তান স্টাবসের জায়গায় হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) এবং রিজা হেন্ড্রিকস। ভারতীয় একাদশ অপরিবর্তিত। বল কখনও হাঁটু অবধি বাউন্স হচ্ছে, কখনো বা কাঁধ। প্রথম ওভারেই ঋতুরাজকে ফেরান রাবাডা। ঈশান কিষান (৩৪), শ্রেয়স আইয়ার (৪০) জুটি হাল ধরার চেষ্টা করেন। শেষ দিকে দীনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানের ক্যামিও। ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৪৮ করে ভারত (India)।
কম রানের পুঁজি নিয়েও শুরুটা ভালো করে ভারত। বিশেষত ভুবনেশ্বর কুমার। আউট সুইং, ইন সুইং, স্লোয়ার, নাকল বলে নাকাল করেন প্রোটিয়া ব্যাটারদের। প্রথম ৩ ওভারের স্পেলে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট ভুবির। ২৯-৩ স্কোর থেকে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় তেম্বা বাভুমা-হেনরিখ ক্লাসেন জুটি। বাভুমা ৩৫ রানে ফেরেন। হেনরিখ ক্লাসেন ক্লাস ইনিংস খেলেন। মনে হচ্ছিল, যেন অন্য কোনও পিচে ব্যাট করছেন। মাত্র ৪৬ বলে ৮১ রানের ইনিংস ম্যাচে পার্থক্য গড়ে দেয়। শেষ অবধি, ১০ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার। সিরিজে ২-০ এগিয়ে গেল প্রোটিয়ারা।
বিস্তারিত আসছে…