ফল যাই হোক, পরিকল্পনা একই থাকবে শ্রেয়সদের


Image Credit source: TWITTER

কটকের পিচ বুঝতে হিমসিম অবস্থা, স্বীকার করে নিলেন শ্রেয়স।

কটক: এই নিয়ে দ্বিতীয়বার ভুবির সঙ্গে এমন হল। ভুবনেশ্বর কুমার অনবদ্য বোলিং করলেন, কিন্তু দল হারল। কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি ২০ তে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নিলেন ভুবি। তাঁর অন্যতম সেরা পরিসংখ্যান। এর আগে ২০১২ সালে নিজের অভিষেক টি ২০ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন ভুবি। সেই ম্যাচেও হেরেছিল ভারত (Team India)। ম্যাচের পর অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) বলেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে পিছিয়ে ছিলাম। আরও অন্তত ১০-১৫ রান কম ছিল। ভুবি এবং বাকি পেসাররা খুবই ভালো বোলিং করেছে।‘ ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মুখেও ভুবির প্রশংসা। বলছেন, ‘ভুবনেশ্বর কুমার খুবই ভালো শুরু দিয়েছে। ওর সুইং বোলিংয়ের দক্ষতা জানি। নিজের পরিকল্পনা খুব ভালো ভাবে কাজে লাগিয়েছে। প্রচুর অভিজ্ঞতা রয়েছে ভুবির। দলে সবচেয়ে সিনিয়র বোলার। দলের বড় সম্পদ।‘ শ্রেয়স বাকি বোলারদেরও প্রশংসায় ভরিয়ে স্বীকার করলেন বোর্ডে যথেষ্ট রান ছিল না। ‘আমাদের স্পিনারদের ভালোভাবে সামলেছে ওরা। দারুণ কিছু শট খেলেছে। স্পিনাররা বোলিং খারাপ করছিল না। ওরা ভালো শট খেলেছে। টার্নও হচ্ছিল না। ব্যক্তিগত ভাবে আমি মনে করি, আমাদের বোলিং কোনও ভুল করেনি, ক্লাসেন দারুণ একটা ইনিংস খেলেছে‘ বলছেন শ্রেয়স।

কটকের পিচ বুঝতে হিমসিম অবস্থা, স্বীকার করে নিলেন শ্রেয়স। বলছেন, ‘খুবই কঠিন পিচ। আমি নিজে ৩৫ টা ডেলিভারি খেলেও বুঝতে পারিনি পিচের চরিত্র কেমন। সবরকম শট খেলারই চেষ্টা করেছি। এক প্রান্ত থেকে বল নীচু হয়ে আসছিল, অসমান বাউন্স। তবে হারের জন্য পিচের অজুহাত দিতে চাই না। প্রতিটা পিচেই চ্যালেঞ্জের সামনে পড়তে হবে।‘

এই খবরটিও পড়ুন



গত টি ২০ বিশ্বকাপে গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল ভারত। এবার অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ। তার আগে প্রতিটা ম্যাচই প্রস্তুতি হিসেবেই দেখছেন শ্রেয়স। জানালেন, ‘আমাদের পরিকল্পনাই ছিল, আক্রমণাত্মক ব্যাটিং করব। প্রথম ম্যাচেও তাই হয়েছে। ম্যাচের ফল যাই হোক, এই পরিকল্পনা ধরে রাখার কথা ছিল। তবে মনে হচ্ছে, এই পিচে আরেকটু সময় কাটালে ভালো হত, বিশেষত টপ অর্ডারের। আবার অন্যভাবে দেখলে, রান তোলাও জরুরি ছিল। ১৬০ করতে পারলে হয়তো ওদের চাপে ফেলা যেত। ১২ রান কম ছিল বলব।  বিশ্বকাপ লক্ষ্য হলেও, আপাতত বর্তমান সিরিজেই নজর। নিজেদের পরিকল্পনা ধরে রাখাই লক্ষ্য। এখন প্রতিটা সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি। অস্ট্রেলিয়া পৌঁছনোর আগে অবধি ফলের কথা না ভেবে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব।‘

Leave a Reply