ভুবনেশ্বরের দুরন্ত বোলিংয়েও ঘুচল না ব্যর্থতা, ‘ক্লাসেন’ ঝড়ে তছনছ পন্থের ভারত


ভারত: ১৪৮/৬ (ইশান-৩৪, শ্রেয়স-৪০, নখিয়া- ৩৬/২)
দক্ষিণ আফ্রিকা: ১৪৯/৬ (ক্লাসেন-৮১, বাভুমা-৩৫, ভুবনেশ্বর-১৩/৪)
৪ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে প্রোটিয়াবাহিনীর কাছে প্রথম ম্য়াচে হেরে পিচকে দুষেছিলেন অস্থায়ী অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু কটকের উইকেটেও যে ভাগ্যের চাকা ঘুরল না। উইকেটকিপার ক্লাসেন কার্যত একাই আরও একটা জয় উপহার দিলেন দক্ষিণ আফ্রিকাকে। আর সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে পড়ল ভারত। অর্থাৎ সিরিজ পকেটে পুরতে হলে পরের তিনটে ম্যাচই জিততে হবে টিম ইন্ডিয়াকে। কিন্তু পন্থদের পারফরম্যান্সে যে সেই আশা করা বড়ই কঠিন।

বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহরা আপাতত বিশ্রামে। তাঁদের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে নিজেদের প্রমাণ করার দারুণ একটা সুযোগ পেয়েছেন ভারতীয় দলের তরুণ তারকারা। আবার ভবিষ্যতের নেতা হিসেবে যাঁর নাম মাঝে মধ্যেই উঠে আসে, সেই পন্থও নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন। কিন্তু সেই সুযোগকে ভালভাবে কাজে লাগাতে পারছেন কই!

ছোট ফরম্যাটের ম্যাচে টসে হারা মানে শুরুতেই পিছিয়ে পড়া। সেক্ষেত্রে কোনও দলের একমাত্র অস্ত্র প্রথম ব্যাট করতে নামলে স্কোরবোর্ডে বড় রান তোলা। গত ম্যাচে সেই লক্ষ্যে ভারত সফল হলেও রবিবাসরীয় কটকে সেটাও হল না। 



Leave a Reply