IND vs SA, 2nd T20 LIVE Score: টসে জিতে পন্থদের ব্যাটিংয়ে পাঠালেন বাভুমা


  • 12 Jun 2022 06:39 PM (IST)

    দেখে নিন প্রোটিয়াদের প্রথম একাদশ

    প্রোটিয়া দলে জোড়া পরিবর্তন।

    দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: রিজা হেন্ড্রিকস, তেম্বা বাভুমা (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), রাসি ভ্যান দার ডুসেন, ডেভিড মিলার, ডোয়েইন প্রিটোরিয়াস, ওয়েন পার্নেল, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, অনরিখ নর্টজে, তাবরাইজ শামসি।

  • 12 Jun 2022 06:37 PM (IST)

    দেখে নিন ভারতের প্রথম একাদশ

    ভারতের প্রথম একাদশ: ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল।

  • 12 Jun 2022 06:34 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ঋষভ পন্থদের ব্যাটিং করতে পাঠালেন তেম্বা বাভুমা।

  • 12 Jun 2022 06:20 PM (IST)

    সিরিজে ১-০ পিছিয়ে ভারত

    আজ ৫ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছিল ভারত। রবিরাতে সমতা ফেরাতে চাইবে মেন ইন ব্লু।

  • 12 Jun 2022 06:16 PM (IST)

    আর কিছুক্ষণ পর শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচ

    কটকের বারাবাতি স্টেডিয়াম তৈরি ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচের জন্য।

  • 12 Jun 2022 06:10 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকা এর আগে টি-২০ ক্রিকেটে মোট ১৬বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৯ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৭ বার।



  • Leave a Reply