জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচ
মঙ্গলবার রাতে জোড়া হারের ধাক্কা সামলে ভারতীয় টিম ঘুরে দাঁড়ায় কিনা সেদিকেও বিশেষ নজর থাকবে।
বিশাখাপত্তনম: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ (T20) সিরিজে এই মুহূর্তে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত (India)। এ বার আগামীকাল, মঙ্গলবার ডক্টর ওয়াই এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে তেম্বা বাভুমাদের বিরুদ্ধে নামবেন ঋষভ পন্থরা। প্রথম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বড় রান তুলেও বোলিং ব্যর্থতায় ৭ উইকেটে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। যার ফলে ভারত গড়তে পারেনি বিশ্ব রেকর্ড। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে কটকের বারাবাতি স্টেডিয়ামে বড় রান তুলতে পারেননি পন্থরা। ৪ উইকেটে দ্বিতীয় ম্যাচেও প্রোটিয়ারা হারিয়েছে মেন ইন ব্লুকে। ক্রিকেটমহলে আশা করা হচ্ছে, শুরুর দুটো ম্যাচে হারার পর, তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বদল হতে পারে। আশা করা হচ্ছে, বাভুমাদের বিরুদ্ধে উমরান মালিক ও অর্শদীপকে প্রথম একাদশে দেখা যেতে পারে। আইপিএল খেলে ছাপ তৈরি করা উমরান-অর্শদীপের জাতীয় দলে অভিষেক হয় কিনা সেদিকে নজর থাকবে। এবং জোড়া হারের ধাক্কা সামলে ভারতীয় টিম ঘুরে দাঁড়ায় কিনা সেদিকেও বিশেষ নজর থাকবে।
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকা এর আগে টি-২০ ক্রিকেটে মোট ১৭বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৯ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৮ বার।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটি আগামীকাল মঙ্গলবার (১৪ জুন) হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটি বিশাখাপত্তনমের ডক্টর ওয়াই এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা নাগাদ। ম্যাচের আগে ৬.৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের প্রতিটি লাইভ স্ট্রিমিং। এ ছাড়াও ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের ভারতীয় স্কোয়াড —
ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।