হংকংয়ের বিরুদ্ধে নামার আগেই সুখবর এল সুনীল ছেত্রীদের জন্য।
হংকংয়ের বিরুদ্ধে নামার আগেই সুখবর এল সুনীল ছেত্রীদের জন্য।
কলকাতা: আজ, মঙ্গলবার রাতে যুবভারতীতে হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) বাছাইপর্বের ম্যাচে নামবে ভারত (India)। তার আগেই সুখবর এল সুনীল ছেত্রীদের জন্য। এই নিয়ে টানা দু’বার এশিয়ান কাপের মূলপর্বে খেলবে ভারত। এএফসি কাপের কোয়ালিফায়ারে পরপর দুটো ম্যাচে জিতেছে ভারত। যার ফলে সুনীলরা রয়েছেন আত্মবিশ্বাসের তুঙ্গে। তবে হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে যে সুখবর পেলেন সুনীলরা তাতে আজকের ম্য়াচ ঘিরে আরও একটা বাড়তি উত্তেজনা তৈরি হয়ে গেল। আজ, মঙ্গলবার সকালে প্যালেস্তাইনের কাছে ০-৪ ব্যবধানে হেরে গিয়েছে ফিলিপিন্স। এর ফলে গ্রুপ বি-তে থাকা ফিলিপিন্স শেষ করল দ্বিতীয় স্থানে। তবে তাদের পয়েন্ট ৪। অন্যদিকে গ্রুপ ডি-তে থাকা ভারতের বর্তমান পয়েন্ট ছয়। তাই হংকংয়ের বিরুদ্ধে ড্র করলে কিংবা ভারত হেরে গেলে দ্বিতীয় স্থানে থেকে যোগ্যতা অর্জন পর্ব শেষ করবে। ফিলিপিন্সের থেকে তাদের পয়েন্ট বেশি হওয়ায় শেষ ম্যাচে নামার আগেই এশিয়ান কাপের টিকিট পাকা হয়ে গেল ব্লু টাইগারদের।
? HERE WE COME ?
As Palestine ?? defeat Philippines ?? in Group ?️, the #BlueTigers ? ?? have now secured back-to-back qualifications for the @afcasiancup ?#ACQ2023 ? #BackTheBlue ? #IndianFootball ⚽ pic.twitter.com/3aNjymWLSm
— Indian Football Team (@IndianFootball) June 14, 2022
বিস্তারিত আসছে…