কিংবদন্তি সুনীল গাভাসকারকে ছাপিয়ে গেলেন জো রুট


Image Credit source: TWITTER

অনবদ্য শতরান, গাভাসকরকে ছাপিয়ে যাওয়ার পাশাপাশি আলোচনায় রুটের একটি শট।

নটিংহাম: নেতৃত্ব ছাড়লেও ব্যাটে ধারাবাহিকতা বজায় রেখছেন ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক জো রুট (Joe Root)। মোট রানে এবার ছাপিয়ে গেলেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নটিংহামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৫৫৩-র বড় স্কোর গড়ে নিউজিল্যান্ড। জো রুটের বড় রানের সৌজন্যে ৫৩৯ রান করে ইংল্যান্ড। ২১১ বলে ১৭৬ রানের অনবদ্য ইনিংস খেলেন রুট। এই ইনিংসেই সুনীল গাভাসকরকে ছাপিয়ে যান রুট। ম্যাচের চতুর্থ দিন এই মাইলফলকে তিনি। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক পেরিয়েছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর মোট রান ১০১২২। কিউয়িদের বিরুদ্ধে ১৭৬ রানের ইনিংসের সৌজন্যে জো রুটের মোট রান ১০১৯১। টেস্টে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় দ্বাদশ স্থানে রয়েছেন জো রুট। শীর্ষস্থানে ভারতের আরেক কিংবদন্তি শচীন তেন্ডুলকর।

সাম্প্রতিক সময়ে অনবদ্য ছন্দে রয়েছেন রুট। লর্ডসে প্রথম টেস্টেও শতরান করেছিলেন রুট। বর্তমানে বিশ্ব ক্রিকেটে ‘ফ্যাব ফোর’ অর্থাৎ বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনের থেকে সাম্প্রতিক ছন্দের নিরিখে অনেক এগিয়ে জো রুট। ২০২১ থেকে ১০টি শতরান সহ ২৩৫৫ রান করেছেন রুট। এই সময়ে স্টিভ স্মিথ মাত্র একটি শতরান করেছেন। বিরাট, উইলিয়ামসনের কোনও শতরান নেই ২০২১ থেকে। অনবদ্য শতরান, গাভাসকরকে ছাপিয়ে যাওয়ার পাশাপাশি আলোচনায় রুটের একটি শট। টিম সাউদির বোলিংয়ে অদ্ভূত শটে ছয় মারেন তিনি। সেটিকে রিভার্স স্কুপ, রিভার্স সুইচ হিট, রিভার্স ব়্যাম্প শটও বলা যেতে পারে। ওলি পোপ এবং জে রুটের শতরানেও অবশ্য নটিংহাম টেস্টের প্রথম ইনিংসে লিড নিতে ব্যর্থ ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ২২৪-৭ স্কোরে চতুর্থ দিন শেষ করেছে। সব মিলিয়ে ২৩৮ রানে এগিয়ে নিউজিল্যান্ড। ম্যাচের শেষ দিন কিউইদের অলআউট করতে পারলে জয়ের সুযোগ থাকবে ইংল্যান্ডের।

এই খবরটিও পড়ুন





Leave a Reply