Image Credit source: Instagram
ক্রীড়াক্ষেত্রে, বিশেষত টেনিসে মানসিক স্বাস্থ্যের বিষয়টি অনেক বেশি আলোচনায় এসেছে, গত বছর এই কারণে ফরাসি ওপেন থেকে নাওমি ওসাকা নাম তুলে নেওয়ার পর।
মেলবোর্ন: মানসিক অবসাদে (Mental Health) দীর্ঘ সময় ভুগেছেন। আত্মহত্যার চেষ্টাও করেছেন। পেশাদারের সাহায্যে ঘুরে দাঁড়ানো। ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন টেনিস (Tennis) তারকা জেলেনা ডকিচ (Jelena Dokic)। গত এপ্রিল মাসে নিজের অ্যাপার্টমেন্টের ২৬ তলা থেকে ঝাঁপ দেওয়ার ভাবনা এসেছিল। একটা সময় টেনিসের ক্রমতালিকায় চতুর্থ স্থানে ছিলেন। গ্র্যান্ড স্লাম না জিতলেও কেরিয়ারে মোট আধডজন খেতাব রয়েছে তাঁর। ২০১৪ সালে শেষবার পেশাদার টেনিসে খেলেন জেলেনা। সম্প্রতি অস্ট্রেলিয়ান টিভিতে ধারাভাষ্যও দিয়েছেন। দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে জেলেনা লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এর ফলে গত ২৮ এপ্রিল ২৬ তলার ব্যালকনি থেকে প্রায় ঝাঁপ দিতে যাচ্ছিলাম। আমি শুধু চাইছিলাম সমস্ত কষ্ট একেবারে নির্মূল করে দিতে।‘
নিজের মানসিক স্বাস্থ্য এবং তার বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে ২০১৭ সালে নিজের লেখা বই ‘আনব্রেকেবল’এ বিস্তারিত জানিয়েছিলেন জেলেনা। সেখানে লিখছিলেন, তাঁর বাবা মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করতেন। যুগোস্লোভিয়ায় জন্ম হলেও অস্ট্রেলিয়ার হয়েও প্রতিনিধিত্ব করেছেন পেশাদার টেনিসে। গত ছমাস ধরে পেশাদার মনোবিদের সাহায্য নিয়ে জীবন বাঁচিয়েছেন। পোস্টে লিখেছেন, কাজ করার সময় কান্না পেত। সকলের থেকে কষ্টটা লুকোতে চাইতাম। বাথরুমে লুকিয়ে কাঁদতাম। বাড়ির চার দেওয়ালে বন্দি থেকে শুধু কান্নায় ভাসাতাম। কিছুই সহ্য হত না।‘
তার মতো পরিস্থিতি কারও জীবনে না আসুক সেটাই চান জেলেনা। সেই উদ্দেশেই এমন পোস্ট লিখেছেন। জেলেনার কথায়, ‘আমার এই পোস্ট করার কারণ, আমি জানি, এই পরিস্থিতি হয়তো অনেকেরই। তাদের বলব, আপনি একা নন।‘ দ্রুতই নিজের সমস্ত সমস্যা কাটিয়ে মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে ফিরবেন, আশ্বস্ত করেছেন জেলেনা। তাঁর পোস্টে, পাশে থাকার ভরসা দিয়েছেন অনেক ক্রীড়াবিদই। প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন সাইক্লিস্ট অ্যানা মেয়ার্স কমেন্ট করেছেন, ‘তুমি অনেক দামি। নিজের উপর ভরসা রেখ। দ্রুতই শান্তি খুঁজে পাবে।‘
ক্রীড়াক্ষেত্রে, বিশেষত টেনিসে মানসিক স্বাস্থ্যের বিষয়টি অনেক বেশি আলোচনায় এসেছে, গত বছর এই কারণে ফরাসি ওপেন থেকে নাওমি ওসাকা নাম তুলে নেওয়ার পর। পুরুষদের টেনিসে বিশ্বের ২ নম্বর আলেকজান্ডার জেরেভ এবারের ফরাসি ওপেনের সময়ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি তুলে ধরেন।