IND vs SA, 3rd T20 LIVE Score: প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াই মেন ইন ব্লুর


India vs South Africa 2022, 3rd T20 LIVE Score Updates in Bengali: দেখুন ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) তৃতীয় টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০ লাইভ

| Edited By: Sanghamitra Chakraborty


Jun 14, 2022 | 6:05 PM

Key Events

২-০ ব্যবধানে পিছিয়ে ভারত

আজ বিশাখাপত্তনমে তৃতীয় টি-২০ ম্যাচ ভারত-দক্ষিণ আফ্রিকার। সিরিজের শুরুর ২টি ম্যাচে হেরে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। আজ পন্থদের ঘুরে দাঁড়ানোর লড়াই।

এক নজরে হেড টু হেড

হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকা এর আগে টি-২০ ক্রিকেটে মোট ১৭বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৯ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৮ বার।

LIVE Cricket Score & Updates

  • 14 Jun 2022 06:05 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকা এর আগে টি-২০ ক্রিকেটে মোট ১৭বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৯ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৮ বার।

বিশাখাপত্তনম: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ (T20) সিরিজে এই মুহূর্তে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত (India)। আজ, মঙ্গলবার ডক্টর ওয়াই এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে তেম্বা বাভুমাদের বিরুদ্ধে নামবেন ঋষভ পন্থরা। প্রথম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বড় রান তুলেও বোলিং ব্যর্থতায় ৭ উইকেটে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। যার ফলে ভারত গড়তে পারেনি বিশ্ব রেকর্ড। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে কটকের বারাবাতি স্টেডিয়ামে বড় রান তুলতে পারেননি পন্থরা। ৪ উইকেটে দ্বিতীয় ম্যাচেও প্রোটিয়ারা হারিয়েছে মেন ইন ব্লুকে। ক্রিকেটমহলে আশা করা হচ্ছে, শুরুর দুটো ম্যাচে হারার পর, তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বদল হতে পারে। আশা করা হচ্ছে, বাভুমাদের বিরুদ্ধে উমরান মালিক ও অর্শদীপকে প্রথম একাদশে দেখা যেতে পারে। আইপিএল খেলে ছাপ তৈরি করা উমরান-অর্শদীপের জাতীয় দলে অভিষেক হয় কিনা সেদিকে নজর থাকবে। এবং জোড়া হারের ধাক্কা সামলে ভারতীয় টিম ঘুরে দাঁড়ায় কিনা সেদিকেও বিশেষ নজর থাকবে।

হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকা এর আগে টি-২০ ক্রিকেটে মোট ১৭বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৯ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৮ বার।

Published On – Jun 14,2022 6:00 PM

Leave a Reply