Indonesia Open: প্রথম রাউন্ডেই বিদায় সিন্ধু, প্রণীতের


হারে হতাশ সিন্ধু। (ফাইল ছবি)

Image Credit source: TWITTER

আগামী মাসে বার্মিংহামে কমনওয়েথ গেমস। তার আগে প্রস্তুতির অনবদ্য সুযোগ ছিল সিন্ধুর কাছে।

জাকার্তা: ইন্দোনেশিয়ান ওপেন (Indonesia Open) সুপার ১০০ ইভেন্টের প্রথম রাউন্ডেই বিদায় দুই ভারতীয় শাটলার পিভি সিন্ধু এবং সাই প্রণীত। প্রতিযোগিতার সপ্তম বাছাই পিভি সিন্ধুর (P.V Sindhu) ছিটকে যাওয়া অবাক করার মতোই। মেয়েদের সিঙ্গলসে চিনের প্রতিদ্বন্দ্বী হে বিং জিয়াওয়ের কাছে ১৪-২১, ১৮-২১’র স্ট্রেট গেমে হার সিন্ধুর। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু চলতি মরসুমে দুটি সুপার ৩০০ খেতাব জিতেছেন। সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল এবং সুইস ওপেন জিতেছেন তিনি। বিশ্ব ক্রমতালিকায় নবম স্থানে থাকা বিং জিয়াওকে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে হারিয়েছিলেন সিন্ধু। মুখোমুখি সাক্ষাতে ১০-৮ এগিয়ে রয়েছেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু।

আগামী মাসে বার্মিংহামে কমনওয়েথ গেমস। তার আগে প্রস্তুতির অনবদ্য সুযোগ ছিল সিন্ধুর কাছে। ইন্দোনেশিয়া ওপেনে ভালো পারফর্ম করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারতেন। প্রথম রাউন্ডেই ছিটকে যাওয়া বড় ধাক্কা সিন্ধুর কাছেও। তাঁকে অনেকটাই মন্থর দেখিয়েছে কোর্টে। ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করতে পারেননি সিন্ধু। প্রথম গেমে ৯-২ এগিয়ে ছিলেন বিং জিয়াও। বিরতিতে যান ১১-৪ এগিয়ে থেকে। বিরতির পর আগ্রাসী খেলার চেষ্টা করেন সিন্ধু। টানা চার পয়েন্ট জিতে ৮-১১ করেন ভারতীয় শাটলার। এতটা দূরত্ব কমাতে পারেননি। জিয়াও প্রথম গেম জেতেন ২১-১৪ ব্যবধানে।

এই খবরটিও পড়ুন



দ্বিতীয় গেমে সিন্ধু প্রত্যাবর্তনের বাড়তি তাগিদ নিয়ে নামবেন সেটাই প্রত্যাশিত ছিল। আক্রমণাত্মক খেলায় মন দেন সিন্ধু। কিছুই যেন তাঁর পক্ষে ঠিক হচ্ছিল না। বিং জিয়াও ৫-১ লিড নেন। সিন্ধু সমানে সমানে লড়াইয়ের মরিয়া চেষ্টা করেন। প্রত্যাবর্তন করতে পারেননি। প্রথম রাউন্ডেই বিদায় নিলেন আরেক ভারতীয় শাটলার বি সাই প্রণীত। পুরুষদের সিঙ্গলসে ডেনমার্কের হান্স-ক্রিস্টিয়ান ভিটিগাসের কাছে ১৬-২১, ১১-২১ ব্যবধানে হারেন প্রণীত।

Leave a Reply