ইস্টবেঙ্গলের ইন্ধনেই বাগানে ‘REMOVE ATK’ আন্দোলন? টুটু বসুর বিস্ফোরক মন্তব্য


মোহনবাগানের (Mohun Bagan) নাম থেকে সরাতে হবে এটিকে-কে (ATK)। এই নিয়ে চলছে তীব্র আন্দোলন। রিমুভ এটিকে (Remove ATK) বিতর্ক তীব্র প্রভাব ফেলেছে ভারতীয় ফুটবলে।

কলকাতা: মোহনবাগানের (Mohun Bagan) নাম থেকে সরাতে হবে এটিকে-কে (ATK)। এই নিয়ে চলছে তীব্র আন্দোলন। রিমুভ এটিকে (Remove ATK) বিতর্ক তীব্র প্রভাব ফেলেছে ভারতীয় ফুটবলে। তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন সভাপতি টুটু বসু (Tutu Bose)। মোহনবাগানের নতুন কমিটির তৈরির পর এই প্রথম কার্যকরি সমিতির সভায় দেখা গেল তাঁকে। আর সেখানে এসেই বিতর্কের গতিমুখ রীতিমতো ঘুরিয়ে দিলেন টুটু। স্বাভাবসিদ্ধ ভঙ্গীতে যা বলে গেলেন, তাতে নতুন বিতর্ক তৈরি হয়ে গেল ময়দানে। সত্যিই কি রিমুভ এটিকে আন্দোলনে ইন্ধন রয়েছে পাশের ক্লাব ইস্টবেঙ্গলের (East Bengal)

কী বললেন টুটু? বুধবার বিকেলে ক্লাব তাঁবুতে বসে টুটু বলে দেন, ‘ওই তো পাশের ক্লাবের তিন বছরে তিনটে ইনভেস্টর এল। তারা কি টিকতে পারল? পাশের ক্লাবে তো কোয়েসের কর্তাদের গ্যালারিতে নিগ্রহও হতে হয়েছিল। সে কথা মনে নেই? আমার তো মনে হয় পাশের ক্লাবের ইন্ধনেই রিমুভ এটিকে আন্দোলন চলছে।’

মোহনবাগানের মিটিং

রিমুভ এটিকে নিয়ে দীর্ঘমেয়াদী আন্দোলন চলছে সবুজ-মেরুনের সমর্থকদের। এটিকে মোহনবাগান বোর্ডে টুটুর ছোট ছেলে সৌমিক বসু আর সচিব দেবাশিস দত্ত রয়েছেন। টুটু বলেন, ‘ওরা সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা চালাচ্ছে। ধমকে-চমকে কোনও কিছু হয় না। পাশের ক্লাবকে তো দেখছি, প্রতি বছরই ইনভেস্টর আনতে মুখ্যমন্ত্রীর সাহায্য নিচ্ছে। আগে মোহনবাগানে আমি ছাড়া আর কেউ ছিল না। সেটা খুব খারাপ সময় ছিল। এই যে সাপোর্টাররা বৃষ্টিতে ভিজে ঘরের মাঠে খেলা দেখবে, বিপক্ষ টিমকে গোল দিতে দেখে হাততালি দেবে, শুধু এটা করলেই কি হবে। ভালো ফুটবল খেলতে হলে তো ভালো টিম করতে হবে। সেই টিম বানানোর টাকা কে দেবে?’

বাগান সভাপতি টুটুর কথা ধরলে, এখন এটিকেই ইনভেস্টর থাকবে মোহনবাগানের। কিন্তু ক্লাবের নাম কী হবে? যেমন চলছে, মোহনবাগানের নামের আগেই কি জুড়ে থাকবে এটিকে? এ সব নিয়ে টুটু কিছু না বললেও বোঝা যাচ্ছে, মোহনবাগান আর এটিকের অবিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আপাতত নেই।

বিস্তারিত আসছে…

Leave a Reply