Image Credit source: Twitter
ইংল্যান্ডের বিরুদ্ধে অবশিষ্ট টেস্ট ম্যাচ এবং সীমিত ওভারের সিরিজের জন্য আজই লন্ডনে পৌঁছে গেলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা ।
লন্ডন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম পেয়েছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরারা । আগামিকাল প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচ । আশা করা হচ্ছে তরুণদের নিয়ে গড়া সেই সিরিজের ফয়সালা হয়ে যাবে শুক্রবারই । তার আগে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অবশিষ্ট টেস্ট ম্যাচ এবং সীমিত ওভারের সিরিজের জন্য লন্ডনের বিমান ধরলেন ভারতীয় দলের রথী মহারথীরা । ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরারা (Team India) । সেই সব ছবি পোস্ট করা হয়েছে বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডেলে । ছিলেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, প্রসিধ কৃষ্ণ, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী এবং কেএস ভরত ।
আগামী ১-৫ জুলাই বেন স্টোকসের বিরুদ্ধে এজবাস্টনে অবশিষ্ট একটি টেস্ট খেলবে রোহিত ব্রিগেড । এরপর রয়েছে আরও তিনটি ওয়ান ডে এবং সমসংখ্যক টি টোয়েন্টি ম্যাচ । ক্রিকেটারদের স্বস্তি দিয়ে এই সিরিজে থাকছে না বায়ো বাবল । ফলে চার্টার বিমানে করে ক্রিকেটারদের লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়ার ঝামেলাও পোহাতে হয়নি । যদিও লন্ডনের বিমান ধরার আগে ভারতীয় দলের প্রতিটি সদস্যকে কোভিড টেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে ।
England bound ✈️
? ?: Snapshots as #TeamIndia takes off for England. ? ? pic.twitter.com/Emgehz2hzm
— BCCI (@BCCI) June 16, 2022
ইংল্যান্ডে পৌঁছনোর পর লেস্টারে যাবে ভারতীয় দল । ২৪ জুন ওয়ার্ম আপ ম্যাচের আগে সেখানেই ঘাঁটি গাড়বে রোহিত শর্মা অ্যান্ড কোং । তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চলায় এখনই ইংল্যান্ডে যেতে পারছেন না হেড কোচ রাহুল দ্রাবিড় । একই পরিস্থিতি প্রোটিয়া সিরিজের স্টপগ্যাপ অধিনায়ক ঋষভ পন্থেরও । রবিবার সিরিজের শেষ ম্যাচ । তারপরই লন্ডনে টিমের সঙ্গে যোগ দেবেন পন্থ ও দ্রাবিড় ।
গতবছর সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে গিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল । পাঁচ ম্যাচের প্রথমটি ড্র, তৃতীয় টেস্ট ইংল্যান্ড জিতলেও দ্বিতীয় ও চতুর্থ টেস্ট গিয়েছিল ভারতের পক্ষে । আর একটা টেস্ট জিতলেই ইংল্যান্ডের মাটিতে কেল্লাফতে করতে পারতেন কোহলিরা । যদিও কোভিডের কারণে পঞ্চম টেস্ট স্থগিত হয়ে যায় । এর মাঝে ভারতীয় ক্রিকেটে ঝড় বয়ে গিয়েছে । নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি । তাঁর পরিবর্তে দায়িত্ব এখন রোহিত শর্মার ঘাড়ে । তবে এ সব কিছুই স্পর্শ করছে না বিরাট, রোহিতদের । রানির দেশে জয়ধ্বজা ওড়াতে হলে অবশিষ্ট একমাত্র টেস্টে জয় ছাড়া অন্য উপায় নেই । এদিকে ৭ জুলাই থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ । বাকি দুটি ম্যাচ রয়েছে ৯ এবং ১০ জুলাই । ১২ জুলাই থেকে শুরু ওয়ান ডে সিরিজ । সিরিজের বাকি দুটি ওডিআই খেলা হবে যথাক্রমে ১৪ এবং ১৭ জুলাই ।