Indian Football: ‘আমি যখন বলব, তখনই লিগ শুরু করতে হবে’, বিস্ফোরক স্টিম্যাচ


ইগর স্টিম্যাচ।

ছবি: টুইটার

স্টিম্যাচ বলেন, ‘আমি যখন বলব, তখনই লিগ শুরু করতে হবে। যে ফুটবলারদের আমি বাছব, তাদের ক্লাব দলে খেলতে হবে। ক্লাব এবং ফেডারেশনের মধ্যে একটা সমন্বয় গড়ে তুলতে হবে। প্রত্যেক ক্লাবের কোচেদের সঙ্গে আলাদা করে কথা বলতে হবে। জানতে হবে তাদের কি পরিকল্পনা রয়েছে। ফুটবলারদের উন্নতিতে তারা কি ভাবছে। ক্লাবের কোচেরাই পারে ভারতীয় ফুটবলারদের উন্নতিতে জোর দিতে। আমি যেটা আশা করছি, সেটা ক্লাব দলে খেলেই সম্ভব।’

কলকাতা: হংকংকে ৪-০ গোলে ওড়ানোর দিনেই ফেডারেশনকে (AIFF) একহাত নিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ (Igor Stimach)। এমনকি বলেছিলেন, এশিয়ার শীর্ষস্থানীয় দলগুলোর চেয়ে ভারতীয় ফুটবল ৮-১০ বছর পিছিয়ে রয়েছে। ঘরোয়া লিগ নিয়েও তোপ দাগেন স্টিম্যাচ। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব শুরুর আগেই খাদের কিনারায় দাঁড়িয়েছিলেন ভারতীয় কোচ। যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেই চাকরি খোয়াতেন। সেপ্টেম্বর পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে ফেডারেশনের। প্রফুল প্যাটেলের কমিটিকে নির্বাসনে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। ফেডারেশনে নতুন কমিটি আসতে সেপ্টেম্বর গড়াবে। ভারতীয় ফুটবলের গতিপ্রকৃতি নিয়ে এ বার বিস্ফোরক ব্লু টাইগার্সদের কোচ। সুনীলদের কোচ চান, তাঁর পরিকল্পনা মতো ঘরোয়া লিগ হোক ভারতে। তাহলেই দেশের ফুটবলের উন্নতি হবে। এক সাক্ষাৎকারে বললেন ইগর স্টিম্যাচ।

ভারতীয় দলের কোচ বলেন, ‘কয়েক দিনের ফেডারেশনে বদল আসবে। আমার শর্ত মেনে নিলে তবেই আমি ভারতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে থাকব। কিছু কিছু জিনিস অতি অবশ্যই পরিবর্তন করতে হবে। আমার বিপরীতে যেই থাকুক, তার তোয়াক্কা করব না। এফএসডিএল, এআইএফএফ কিংবা সরকার- সে যেই হোক না কেন। আমি এখানে জাতীয় দলের জন্য রয়েছি। ফুটবলের উন্নতি সাধনে যদি ভাবনা চিন্তা করে, তাহলে অবশ্যই আমার কথা মতো চলতে হবে।’

স্টিম্যাচ বলেন, ‘আমি যখন বলব, তখনই লিগ শুরু করতে হবে। যে ফুটবলারদের আমি বাছব, তাদের ক্লাব দলে খেলতে হবে। ক্লাব এবং ফেডারেশনের মধ্যে একটা সমন্বয় গড়ে তুলতে হবে। প্রত্যেক ক্লাবের কোচেদের সঙ্গে আলাদা করে কথা বলতে হবে। জানতে হবে তাদের কি পরিকল্পনা রয়েছে। ফুটবলারদের উন্নতিতে তারা কি ভাবছে। ক্লাবের কোচেরাই পারে ভারতীয় ফুটবলারদের উন্নতিতে জোর দিতে। আমি যেটা আশা করছি, সেটা ক্লাব দলে খেলেই সম্ভব।’

একই সঙ্গে আই লিগ থেকে বিদেশি কমানোর আর্জি আগেই জানিয়েছিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। প্রয়োজনে বিদেশিহীন আই লিগ করার কথাও বলেছিলেন ভারতের ক্রোট কোচ। বিভিন্ন পজিশনে ভালো মানের ভারতীয় ফুটবলার চান স্টিম্যাচ।

আরও পড়ুন: Sunil Chhetri: দেরিতে জামাইষষ্ঠী সুনীল ছেত্রীর, তদারকিতে সুব্রত

Leave a Reply