‘উমরানের সঙ্গে আমার প্রতিযোগিতা নেই’, কোন প্রোটিয়া তারকা বলছেন এমন কথা?


‘উমরানের সঙ্গে আমার প্রতিযোগিতা নেই’, কোন প্রোটিয়া তারকা বলছেন এমন কথা?

Image Credit source: Twitter

জম্মু ও কাশ্মীরের তারকা পেসার উমরান মালিককে প্রশংসায় ভরালেন প্রোটিয়া তারকা ক্রিকেটার।

রাজকোট: তাঁদের গতিতে কাত তাবড় তাবড় ব্যাটাররা। ২২ গজে তাঁরা নামলেই গতির ঝড় তোলেন। দু’জনই দেড়শোর বেশি গতিতে হাসতে হাসতে বল করেন। কথা হচ্ছে প্রোটিয়া তারকা জোরে বোলার অনরিখ নর্টজে (Anrich Nortje) ও ভারতের নয়া পেস সেনসেশন উমরান মালিক (Umran Malik)। ক্রিকেটমহলে কান পাতলে এই দু’জনের গতি নিয়ে রীতিমতো চর্চা শোনা যায়। চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজে ভারতীয় স্কোয়াডে রয়েছেন উমরান। কিন্তু এখনও অবধি ভারতীয় জাতীয় দলে অভিষেক হয়নি উমরানের। তবে তাঁর সঙ্গে নর্টজের যে তুলনা চলে, সেই প্রসঙ্গে এ বার মুখ খুললেন প্রোটিয়া তারকা ক্রিকেটার।

আজ, শুক্রবার রাজকোটে উমরানের অভিষেক হয় কিনা সেদিকে নজর থাকবে। তবে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে নর্টজে বলেছেন, “উমরান বেশ ভালো বোলার। ও খুব জোরে বলও করতে পারে। আমরা সবাই মাঠে সেটা দেখেছি। যদি ও আরও জোরে বল করতে পারে তা হলে সেটা কিন্তু নিঃসন্দেহে খুবই ভালো। আমি নিজেও জোরেই বল করতে চাই। তবে শুধুমাত্র জোরে বল করলেই কিন্তু হবে না। একই সঙ্গে দলকে ম্যাচও জেতাতে হবে।”

Leave a Reply