Leander Paes: ৪৯এ পা দিলেন ভারতীয় টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ


আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় টেনিসের (Tennis) নাম উজ্জ্বল করেছেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। কবি মাইকেল মধুসূদন দত্তের পরিবারের উত্তরসূরি। বড় হয়ে ওঠা থেকে টেনিসের প্রাথমিক পাঠ… সবটা কলকাতায়। আজ ৪৯-এ পা দিলেন লি। ১৮টি গ্র্যান্ড স্লাম জয়ী ভারতীয় টেনিস কিংবদন্তির জন্মদিনে (Happy Birthday) ছবিতে দেখে নেওয়া যাক তাঁর কেরিয়ারের কিছু সেরা ঝলক…


Jun 17, 2022 | 9:35 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Jun 17, 2022 | 9:35 AM




লিয়েন্ডার পেজ (Leander Paes) হলেন ভারতের প্রথম ও একমাত্র টেনিস প্লেয়ার যিনি সাতবার অলিম্পিকে অংশ নিয়েছেন। এবং ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন।

লিয়েন্ডার পেজ (Leander Paes) হলেন ভারতের প্রথম ও একমাত্র টেনিস প্লেয়ার যিনি সাতবার অলিম্পিকে অংশ নিয়েছেন। এবং ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন।

লিয়েন্ডার পেজ তাঁর সাফল্যমণ্ডিত কেরিয়ারে মোট ১৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন।

লিয়েন্ডার পেজ তাঁর সাফল্যমণ্ডিত কেরিয়ারে মোট ১৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন।

ডাবলসে লিয়েন্ডার পেজ মোট ৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। তার মধ্যে মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে তিনি জিতেছেন তিনটি গ্র্যান্ড স্লাম (১৯৯৯ সালে ফরাসি ওপেন, ২০০১ সালে ফরাসি ওপেন ও ১৯৯৯ সালে উইম্বলডন ওপেন)।

ডাবলসে লিয়েন্ডার পেজ মোট ৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। তার মধ্যে মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে তিনি জিতেছেন তিনটি গ্র্যান্ড স্লাম (১৯৯৯ সালে ফরাসি ওপেন, ২০০১ সালে ফরাসি ওপেন ও ১৯৯৯ সালে উইম্বলডন ওপেন)।

মিক্সড ডাবলসে ১০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন লিয়েন্ডার পেজ।

মিক্সড ডাবলসে ১০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন লিয়েন্ডার পেজ।

ডেভিস কাপে সবচেয়ে বেশি বার ডাবলসে জয়ের রেকর্ড গড়েছেন লি।

ডেভিস কাপে সবচেয়ে বেশি বার ডাবলসে জয়ের রেকর্ড গড়েছেন লি।

 লিয়েন্ডার পেজের নামের পাশে একাধিক জাতীয় পুরস্কারও রয়েছে। রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার (১৯৯৬-৯৭), অর্জুন পুরস্কার (১৯৯০), পদ্মশ্রী (২০০১) ও পদ্মভূষণ (২০১৪)।

লিয়েন্ডার পেজের নামের পাশে একাধিক জাতীয় পুরস্কারও রয়েছে। রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার (১৯৯৬-৯৭), অর্জুন পুরস্কার (১৯৯০), পদ্মশ্রী (২০০১) ও পদ্মভূষণ (২০১৪)।






Most Read Stories


Leave a Reply