পেশায় ফুটবলার। অথচ তাঁর ফুটবল কেরিয়ার নিয়ে মাথাব্যথা নেই অধিকাংশের। তাঁর ম্যাচ চলাকালীন মাঠে ভিড় হয় ঠিকই, কিন্তু তা কতটা ফুটবলের জন্য তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। তিনি ক্রোয়েশিয়ার জাতীয় মহিলা দলের ফুটবলার অ্যানা মার্কোভিচ। বিশ্বের সেক্সিয়েস্ট ফুটবলারের তকমা এখন তাঁরই গায়ে।