ঋষভদের সিরিজ জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেন যে ৫ প্রোটিয়া ক্রিকেটার


Image Credit source: TWITTER

চিন্নাস্বামীতে দক্ষিণ আফ্রিকার তুরুপের তাস হয়ে উঠতে পারেন শামসি।

টানা দু ম্যাচ জয়ের পর জোড়া হোঁচট। দক্ষিণ আফ্রিকার শান্ত অধিনায়ক তেম্বা বাভুমা গত দুই ম্যাচের পুনরাবৃত্তি চাইবেন না। কুইন্টন ডি কক ফিরলেও দক্ষিণ আফ্রিকা ব্যাটিং লাইন আপ গত ম্যাচে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার চিন্তা বাড়িয়েছে অধিনায়ক বাভুমার চোটও। তিনি আজকের ম্যাচে খেলতে পারবেন কী না, নিশ্চিত নয়। বেঙ্গালুরুতে সিরিজের নির্ণায়ক ম্যাচে ব্যাটিংয়ে এক ঝাঁক চিন্তা সঙ্গী করেই নামবে প্রোটিয়ারা।

 

ম্যাচের রং বদলে দিতে পারেন যে ৫ প্রোটিয়া ক্রিকেটার, এক নজরে দেখে নিন তাঁদের –

১) রাসি ভ্যান ডার ডুসেন  আইপিএল-১৫-তে রাজস্থান রয়্যালসের জার্সিতে ৩টি ম্যাচে খেলেছিলেন রাসি ভ্যান ডার ডুসেন। প্রাপ্তি ১২ রান। দিল্লিতে প্রথম টি-২০-তে ৪৬ বলে ৭৫ রানের অপরারিত ইনিংস। গত দু তিন ম্যাচে কিছুটা মন্থর পিচে হোঁচট খেয়েছেন। নির্ণায়ক ম্যাচে ভারতীয় বোলারদের পরীক্ষার সামনে ফেলতে পারেন রাসি।

২) ডেভিড মিলার  প্রথম টি-২০-তে ৩১ বলে ৬৪ নট আউট করেন মিলার। গত দু ম্যাচে রান না পেলেও বেঙ্গালুরু ছোটো বাউন্ডারিতে, ভারতীয় বোলারদের ত্রাস হয়ে উঠতে পারেন মিলার। বেঙ্গালুরুর পিচও ব্যাটিং সহায়ক হয়ে থাকে।

 

৩) কুইন্টন ডি কক  কুইন্টন ডি ককের প্রথম ম্যাচে চোট পাওয়ায় মাঝে দু ম্যাচ খেলতে পারেননি। গত ম্যাচে ফেরা সুখকর হয়নি। ভালো খেলছিলেন। ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ডি কক।

৪) তাবরাইজ শামসি  প্রবাদ আছে, অতি লোভে তাঁতি নষ্ট। বেঙ্গালুরুতে ব্যাটারদের ক্ষেত্রে অনেক সময়ই হয়। বিশেষত স্পিনারদের বিরুদ্ধে। বাউন্ডারি ছোট। বিশেষ করে পিছনের বাউন্ডারি। স্পিনারদেরই বেশি টার্গেট করেন ব্যাটাররা। বাঁ হাতি রিস্ট স্পিনারের প্রতি বলে বাউন্ডারির লোভ করলে সমস্যায় পড়তে বাধ্য ব্যাটাররা। মিস হিট হলে ক্যাচের সম্ভাবনা প্রবল। গত চার ম্যাচে মাত্র ১ উইকেট নিয়েছেন তিনি। তারপরও বলতে হয়, চিন্নাস্বামীতে দক্ষিণ আফ্রিকার তুরুপের তাস হয়ে উঠতে পারেন শামসি।

৫) ডোয়েইন প্রিটোরিয়াস  দক্ষিণ আফ্রিকা শিবিরে অন্যতম ভরসা। আইপিলে দীর্ঘ সময় খেলার সুবাদে ভারতের পরিবেশ, পিচের আচরণ সম্পর্কে যথেষ্ঠ ওয়াকি বহাল। অলরাউন্ডার প্রিটোরিয়াসকে এই সিরিজে ব্যাটিং অর্ডারে উপরের দিকে খেলানো হচ্ছে। তাঁর ক্যামিও ইনিংস পার্থক্য গড়ে দিতে পারে।

Leave a Reply