Wriddhiman Saha: অর্থের কারণেই ঋদ্ধি ‘চাহিদা’ থেকে সরে আসছে ত্রিপুরা, কাল চূড়ান্ত সিদ্ধান্ত


আইপিএল ফাইনালের পর ঋদ্ধিমান সাহা।

Image Credit source: FACEBOOK

ত্রিপুরা সহ দ্বিতীয় সারির একঝাঁক রাজ্য দল ঋদ্ধিমানকে পেতে আগ্রহী।

কলকাতা: বাংলার সঙ্গে সম্পর্কের ইতি হয়ে গিয়েছে আগেই। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার আগামী মরসুমে কোন রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলবেন, তা নিয়ে আগ্রহের শেষ নেই। ত্রিপুরা তাঁকে পেতে চাইছে। মেন্টর কাম ক্রিকেটার হিসেবে খেলার প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু যত সময় গড়াচ্ছে, ত্রিপুরা ক্রিকেট সংস্থা ততই ব্যাকফুটে চলে যাচ্ছে। অর্থের কারণেই ঋদ্ধিমান সাহাকে (Wriddhiam Saha) আগামী মরসুমে পাওয়ার সম্ভাবনা কমছে। ঋদ্ধিমান এখন শিলিগুড়িতে। বাবা-মার কাছে গিয়েছেন ছুটি কাটাতে। মঙ্গলবার দুপুরে সেখানেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন ত্রিপুরা ক্রিকেট সংস্থার কর্তারা। কিন্তু এক মরসুম খেলার জন্য যে অর্থ দাবি করেছেন বাঙালি কিপার, তা দেওয়া তাঁদের পক্ষে প্রায় অসম্ভব।

ত্রিপুরা ক্রিকেট সংস্থার সচিব কিশোর দাস ফোনে বলেন, ‘ঋদ্ধিমানের সঙ্গে আজ দুপুরে কথা হয়েছে। কিন্তু এখনও ব্যাপারটা ফাইনাল হয়নি। ও যে পরিমাণ টাকা চাইছে, সেটা আমাদের বাজেটের থেকে বেশি। দেখি, আর একবার কথা বলব আমরা। তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেব।’

ঋদ্ধি ছ’মাসের রঞ্জি ট্রফি খেলার জন্য কত টাকা চাইছেন, তা অবশ্য খোলসা করেননি কিশোর। তাঁর কথায়, ‘আমাদের ছোট শহর, ছোট রাজ্য, ফলে বাজেট অনেকটাই কম। তার পরও আমরা একটা ভালো টিম বানাতে চাইছি। সেই কারণেই ঋদ্ধিমান সাহাকে নিতে চেয়েছিলাম। কিন্তু ও যদি নিজের জায়গায় অনড় থাকে, তা হলে আমরা ওকে নিতে পারব না। কালই ফাইনাল মিটিং। কালই এ নিয়ে যা করার করে ফেলতে হবে। ওকে নিয়ে আমরা চূড়ান্ত করে ফেলব। ঋদ্ধির মানেরই নামী ক্রিকেটার নেওয়ার চেষ্টা চালাচ্ছি। যদি ওরা রাজি না হয়, তা হলে আমাদের সরে আসতেই হবে।’

ত্রিপুরা সহ দ্বিতীয় সারির একঝাঁক রাজ্য দল ঋদ্ধিমানকে পেতে আগ্রহী। বাংলার হয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এক সময় দেখলেও তা আর সম্ভব নয়। সেই সঙ্গে টেস্ট টিমেও তাঁর প্রত্যাবর্তন আর সম্ভব নয়। সেই কারণেই রঞ্জি ট্রফি খেলার তাগিদ আর নেই ঋদ্ধির। আর তাই, যে টিমের হয়ে খেলুন না কেন, কোচিংয়েই বেশি ফোকাস করতে চান। কোচ কিংবা মেন্টর কাম ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অন্য রাজ্যের মতো ত্রিপুরা তাঁকে চাইলেও ঋদ্ধির চাহিদার সঙ্গে তালমেলাতে পারছে না। কাল বৈঠকের পর চূড়ান্ত হবে ব্যাপারটা। তবে, তার চব্বিশ ঘণ্টা আগের যা পরিস্থিতি, তাতে বলা যেতে পারে, ঋদ্ধির ত্রিপুরার হয়ে খেলার সম্ভাবনা বেশ কম।

Leave a Reply