Yoga Day: দিনভর যোগাভ্যাসে মগ্ন ক্রীড়াজগৎ, দিলেন ফিট থাকার বার্তা


শারীরিক ও মানসিকভাবে নিজেদের সুস্থ রাখতে যোগাসনের বিকল্প নেই। আজ সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। যার শুরুটা হয়েছিল এ দেশ থেকে। খেলোয়াড়দের কাছে যোগা কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলে দিতে হয় না। সচিন তেন্ডুলকর থেকে নিখাত জারিন, দেশের ক্রীড়াজগৎ কীভাবে দিনটিকে পালন করল দেখে নিন।


Jun 21, 2022 | 11:30 PM

| Edited By: Tithimala Maji

Jun 21, 2022 | 11:30 PM




চমক দিয়েছেন সূর্যকুমার যাদবও। চশমা, টুপি-সহ আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে চক্রাসনের ছবি পোস্ট করে যোগ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। (ছবি: সূর্যকুমার যাদবের টুইটার)

চমক দিয়েছেন সূর্যকুমার যাদবও। চশমা, টুপি-সহ আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে চক্রাসনের ছবি পোস্ট করে যোগ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। (ছবি: সূর্যকুমার যাদবের টুইটার)

বলুন তো দেখি এই আসনে নাম কী ? ছবি পোস্ট করে অনুরাগীদের জিজ্ঞাসা করেছেন স্বয়ং ক্রিকেট ঈশ্বর। (ছবি: সচিন তেন্ডুলকরের টুইটার)

বলুন তো দেখি এই আসনে নাম কী ? ছবি পোস্ট করে অনুরাগীদের জিজ্ঞাসা করেছেন স্বয়ং ক্রিকেট ঈশ্বর। (ছবি: সচিন তেন্ডুলকরের টুইটার)

ভারতীয় দলের সঙ্গে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন চেতেশ্বর পূজারা। সেখান থেকে যোগ দিবসের শুভেচ্ছা জানালেন। (ছবি: চেতেশ্বর পূজারার টুইটার)

ভারতীয় দলের সঙ্গে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন চেতেশ্বর পূজারা। সেখান থেকে যোগ দিবসের শুভেচ্ছা জানালেন। (ছবি: চেতেশ্বর পূজারার টুইটার)

বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন দেশের মহিলা বক্সার নিখাত জারিন। বক্সিং রিংয়ের মধ্য়েই যোগাসনের ছবি টুইটারে শেয়ার করেছেন নিখাত। যোগাভ্যাসের উপকারিতা সম্পর্কে অনুরাগীদের জানিয়েছেন। (ছবি: নিখাত জারিনের টুইটার)

বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন দেশের মহিলা বক্সার নিখাত জারিন। বক্সিং রিংয়ের মধ্য়েই যোগাসনের ছবি টুইটারে শেয়ার করেছেন নিখাত। যোগাভ্যাসের উপকারিতা সম্পর্কে অনুরাগীদের জানিয়েছেন। (ছবি: নিখাত জারিনের টুইটার)

এই যোগ দিবসে যোগাভ্যাসের মাধ্যমে জীবনে ভারসাম্য আনার বার্তা দিলেন ইশান্ত শর্মা। (ছবি: ইশান্ত শর্মার টুইটার)

এই যোগ দিবসে যোগাভ্যাসের মাধ্যমে জীবনে ভারসাম্য আনার বার্তা দিলেন ইশান্ত শর্মা। (ছবি: ইশান্ত শর্মার টুইটার)

ফিট থাকতে হালকা যোগাসনেই ভরসা রাখেন চল্লিশোর্ধ্ব হরভজন সিং। কঠিন ময়ূরাসনের ছবি পোস্ট করে চমকে দিলেন ভাজ্জি। (ছবি: হরভজন সিং টুইটার)

ফিট থাকতে হালকা যোগাসনেই ভরসা রাখেন চল্লিশোর্ধ্ব হরভজন সিং। কঠিন ময়ূরাসনের ছবি পোস্ট করে চমকে দিলেন ভাজ্জি। (ছবি: হরভজন সিং টুইটার)






Most Read Stories


Leave a Reply