বাগানের প্রাক্তন স্প্যানিশ মিডফিল্ডার জাভিকে সই বেঙ্গালুরুর


সবুজমেরুনে খেলার সময় জাভি।

Image Credit source: TWITTER

২০টির মধ্যে ১৯ ম্যাচে খেলেছেন। আধডজন গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন।

বেঙ্গালুরু: স্প্যানিশ (Spanish) অ্যাটাকিং মিডফিল্ডার জাভি হার্নান্ডেজকে (Javi Hernandez) সই করাল আইএসএলের (ISL) ক্লাব বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। তাঁর সঙ্গে দু বছরের চুক্তি করল বেঙ্গালুরু। ৩৩ বছরের এই অ্যাটাকিং মিডিও বাংলার ফুটবলপ্রেমিদের কাছে অতি পরিচিত নাম। এটিকে (ATK), এটিকে মোহনবাগানে (ATK Mohunbagan) দীর্ঘ সময় খেলেছেন জাভি। রিয়াল মাদ্রিদ বি দল ক্যাসিলার (Castilla) থেকে উঠে আসা এই ফুটবলারের। গত মরসুমে ওড়িশা এফসিতে (Odisha FC) খেলেছেন তিনি। স্পেন, সুইডেন, রোমানিয়া, পোল্যান্ড এবং আজারবাইজানের ক্লাবে খেলেছেন এই তারকা মিডফিল্ডার। ২০১৯  সালে এটিকে-তে যোগ দেন জাভি। তাঁকে নিয়ে যেমন প্রত্যাশা ছিল, ভালো পারফরম্যান্সও করেছেন। প্রথম মরসুমেই এটিকে-র হয়ে খেতাবের স্বাদ পান। পরের মরসুমে এটিকে মোহনবাগানেই ছিলেন। গত মরসুমে ওড়িশার জার্সিতে ২০টির মধ্যে ১৯ ম্যাচে খেলেছেন। আধডজন গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন।

দু বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে সই করার পর জাভি বলেন, ‘বেঙ্গালুরুতে যোগ দিয়ে আমি উচ্ছ্বসিত। আইএসএলেই থাকতে চেয়েছিলাম। বেঙ্গালুরুর প্রস্তাব পছন্দ হয়। আমার কাছে বেঙ্গালুরু এফসি অন্যত সেরা জায়গা। নতুন মরসুমের জন্য মুখিয়ে রয়েছি। দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।’

স্থানীয় সিডিএফ পিজারালেসে যুব কেরিয়ার শুরু করেন জাভি। ২০০২ সালে সালামানকায় খেলার পর বড় সুযোগ। বিশ্বের অন্যতম সেরা এবং ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ যুব অ্যাকাডেমিতে সুযোগ পান। স্প্যানিশ দ্বিতীয় ডিভিশন লিগে খেলেন। ২০১৯ থেকে আইএসএলে ধারাবাহিক সফল এই মিডফিল্ডার। গত দু’মরসুম বেঙ্গালুরু এফসির পারফরম্যান্স আশানুরূপ নয়। এবার দল গুছিয়ে নেওয়ার কাজ অনেক আগে থেকেই শুর করেছে। বিভিন্ন পজিশনে সেরা ফুটবলারদের সই করাচ্ছে। কদিন আগেই এটিকে মোহনবাগান থেকে সই করেছেন প্রবীর দাস। এবার জাভির মতো মিডফিল্ডারকে সই করিয়ে শক্তি বাড়াল বেঙ্গালুরু এফসি। জাভি আরও বলছেন, ‘আমি জানি গত দুই মরসুমে বেঙ্গালুরু এফসি প্রত্যাশিত সাফল্য পায়নি। অনুশীলনে প্রতিটা সেশন এবং ম্যাচে নিজের সেরাটুকু দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। পুনরায় দেশের সেরা ক্লাব হয়ে উঠবে বেঙ্গালুরু। ক্লাব এবং সমর্থকদের প্রতি আমার ভরসা রয়েছে।‘

এই খবরটিও পড়ুন



Leave a Reply