Shahid Afridi: মোদী থেকে কাশ্মীর, ভারত প্রসঙ্গে বারবার বিষ উগরেছেন আফ্রিদি


ভারতের বিরুদ্ধে বিষোদাগার করতে দু’বার ভাবেন না তিনি। তা প্রসঙ্গ ক্রিকেট হোক বা কাশ্মীর প্রসঙ্গ। সম্প্রতি আইপিএলের মিডিয়া রাইটস নিয়েও তাঁর ‘মূল্যবান’ মন্তব্য পেশ করেছেন। বর্তমানে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি বিতর্কিত মন্তব্যের জন্যই শিরোনামে এসেছেন বারবার। রেহাই পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও!


Jun 22, 2022 | 3:41 PM

| Edited By: Tithimala Maji

Jun 22, 2022 | 3:41 PM




ম্যাচ হারার পর ভারতীয় দল নাকি পাকিস্তান টিমের কাছে ক্ষমা চাইত! একটি ইউটিউবল চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করে বসেন আফ্রিদি। তাঁর কথায়, "একবার ভারতকে এমন বাজেভাবে হারিয়েছিলাম যে তারপর থেকে প্রতিটি ম্যাচের পর ক্ষমা চাইত।" (ছবি:টুইটার)

ম্যাচ হারার পর ভারতীয় দল নাকি পাকিস্তান টিমের কাছে ক্ষমা চাইত! একটি ইউটিউবল চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করে বসেন আফ্রিদি। তাঁর কথায়, “একবার ভারতকে এমন বাজেভাবে হারিয়েছিলাম যে তারপর থেকে প্রতিটি ম্যাচের পর ক্ষমা চাইত।” (ছবি:টুইটার)

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১-র ক্রিকেট বিশ্বকাপ জয়ের কয়েকদিন পরের ঘটনা। ভারত ও পাকিস্তানিদের মধ্যে তুলনা টেনে প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, "সত্যি কথা বলতে কী আমার মনে হয় পাকিস্তানি এবং মুসলিমদের মতো  ভারতীয়দের হৃদয় সুন্দর নয়। আল্লাহ আমাদের যে সুন্দর, পরিষ্কার মন দিয়েছে তা ভারতীয়দের কাছে নেই।" (ছবি:টুইটার)

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১-র ক্রিকেট বিশ্বকাপ জয়ের কয়েকদিন পরের ঘটনা। ভারত ও পাকিস্তানিদের মধ্যে তুলনা টেনে প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, “সত্যি কথা বলতে কী আমার মনে হয় পাকিস্তানি এবং মুসলিমদের মতো ভারতীয়দের হৃদয় সুন্দর নয়। আল্লাহ আমাদের যে সুন্দর, পরিষ্কার মন দিয়েছে তা ভারতীয়দের কাছে নেই।” (ছবি:টুইটার)

সেই বছরের ফেব্রুয়ারিতে মোদীর সম্পর্কে ফের মন্তব্য শোনা যায় আফ্রিদির মুখে। বলেন, "যতদিন মোদী ভারতের প্রধানমন্ত্রী থাকবে ততদিন দুই দেশের সম্পর্কে উন্নতি হবে না। ভারতের প্রধানমন্ত্রীর ভাবনাচিন্তা মোটেও ইতিবাচক নয়।" (ছবি:টুইটার)

সেই বছরের ফেব্রুয়ারিতে মোদীর সম্পর্কে ফের মন্তব্য শোনা যায় আফ্রিদির মুখে। বলেন, “যতদিন মোদী ভারতের প্রধানমন্ত্রী থাকবে ততদিন দুই দেশের সম্পর্কে উন্নতি হবে না। ভারতের প্রধানমন্ত্রীর ভাবনাচিন্তা মোটেও ইতিবাচক নয়।” (ছবি:টুইটার)

২০২০ সালের একটি ভিডিয়োতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুম করে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করে বসেন। বলেন, "মোদীর মন এবং মস্তিস্কে করোনা বাসা বেঁধেছে। উনি করোনার চেয়েও ভয়ঙ্কর। ভাইরাসকে সঙ্গে নিয়েই একটি দেশ চালাচ্ছেন।" (ছবি:টুইটার)

২০২০ সালের একটি ভিডিয়োতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুম করে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করে বসেন। বলেন, “মোদীর মন এবং মস্তিস্কে করোনা বাসা বেঁধেছে। উনি করোনার চেয়েও ভয়ঙ্কর। ভাইরাসকে সঙ্গে নিয়েই একটি দেশ চালাচ্ছেন।” (ছবি:টুইটার)

২০১৮ সালে কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত কথা বলে বসেন। প্রথমে তো কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার নিদান দেন। এরপর বলেন, কাশ্মীরকে ভারত বা পাকিস্তানের অধীনে না রেখে আলাদা দেশ ঘোষণা করে দেওয়া উচিত! (ছবি:টুইটার))

২০১৮ সালে কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত কথা বলে বসেন। প্রথমে তো কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার নিদান দেন। এরপর বলেন, কাশ্মীরকে ভারত বা পাকিস্তানের অধীনে না রেখে আলাদা দেশ ঘোষণা করে দেওয়া উচিত! (ছবি:টুইটার))






Most Read Stories


Leave a Reply