বড় ম্যাচের আগে স্টোকসের মাস্টারস্ট্রোক!


ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

Image Credit source: TWITTER

ভারতের বিরুদ্ধে অ্যান্ডারসনের পরিসংখ্যান চোখ জুড়োনো।

লিডস: মাস্ট্রারস্ট্রোক ছাড়া আর কীই বা বলা যায়। ১ জুলাই থেকে ভারতের (INDIA) বিরুদ্ধে টেস্ট ইংল্যান্ডের (ENGLAND)। গত সফরে পাঁচ ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল। শেষ ম্যাচে ভারতীয় শিবিরে কোভিড ধরা পড়ে। আক্রান্ত হন ভারতীয় দলের তৎকালীন হেড কোচ রবি শাস্ত্রী। ভারত-ইংল্যান্ড বোর্ড মিলিতভাবে সিদ্ধান্ত নেয়, পরবর্তী সাদা বলের সিরিজের সঙ্গে বাকি থাকা টেস্টও খেলা হবে। সিরিজে ২-১ এগিয়ে ভারত। এক বছরে বদলে গিয়েছে দু-দলের খোল নলচে। ভারতের কোচ ছিলেন রবি শাস্ত্রী, এখন রাহুল দ্রাবিড়। অধিনায়ক ছিলেন বিরাট কোহলি, এখন নেতৃত্বের দায়িত্বে রোহিত শর্মা। একই পরিস্থিতি ইংল্যান্ড শিবিরেও। জো রুট নেতৃত্ব ছেড়েছেন। এবার বেন স্টোকসের (BEN STOKES) নেতৃত্বে খেলবে ইংল্যান্ড। তাদের কোচের পদে ক্রিস সিলভারউডের জায়গায় কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে স্টোকস-ম্যাকালাম জুটিই বড় সিদ্ধান্ত নিল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। স্টোকসরা এগিয়ে ২-০ ব্যবধানে। আজ শুরু তৃতীয় টেস্ট। হেডিংলেতে তৃতীয় টেস্টে কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। যদিও বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করেন অধিনায়ক বেন স্টোকস। জানিয়েছেন, জিমির জন্য বিষয়টা খুবই দূর্ভাগ্যজনক। গোড়ালিতে চোট রয়েছে। চোট কতটা গুরুতর নিশ্চিত নই। সামনে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট রয়েছে।

ভারতের বিরুদ্ধে জিমিকে তরতাজা রাখতেই যে এমন সিদ্ধান্ত, সন্দেহ নেই। লিডস টেস্ট পাঁচদিন গড়ালে, ভারতের বিরুদ্ধে নামার আগে মাত্র তিনদিন সময় থাকছে ইংল্যান্ডের। সে কারণেই এমন সিদ্ধান্ত। ভারতের বিরুদ্ধে প্রথম চার ম্যাচে অনবদ্য ছন্দে ছিলেন জিমি। যোগ্য সঙ্গ দিয়েছিলেন ওলি রবিনসন। ২৪ গড়ে প্রথম চার ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ভারতের বিরুদ্ধে অ্যান্ডারসনের পরিসংখ্যান চোখ জুড়োনো। ১৩ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন। কেরিয়ারে সব মিলিয়ে ১৭১ টেস্টে ৬৫১ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য অত্যন্ত কঠিন পরীক্ষা অপেক্ষা করছে এ বিষয়ে সন্দেহ নেই। অ্যান্ডারসনের পরিবর্তে হেডিংলি টেস্টে অভিষেক হতে চলেছে জেমি ওভার্টনের।

Leave a Reply