ইবিজায় ছুটিতে একান্তে মেসি-আন্তোনেলা, দেখুন ছবি


আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (Lionel Messi) সমুদ্র সৈকতে ছুটি কাটাতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর (Antonela Roccuzzo) সঙ্গে ইবিজায় উড়ে গেছেন। আন্তোনেলা ইনস্টাগ্রামে মেসির সঙ্গে তাঁর একান্তে ছুটি কাটানোর কিছু ছবি শেয়ার করেছেন। স্ত্রী আন্তোনেলার পাশাপাশি মেসিকে দেখা গিয়েছে প্রাক্তন বার্সেলোনা সতীর্থ সেস্ক ফ্যাব্রেগাস ও তাঁর স্ত্রীর সঙ্গেও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে।


Jun 24, 2022 | 8:45 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Jun 24, 2022 | 8:45 AM




স্পেনের ইবিজায় এ বার অতিথি পিএসজির তারকা লিওনেল মেসি। সঙ্গী তাঁর স্ত্রী আন্তনেলা রোকুজ্জো।

স্পেনের ইবিজায় এ বার অতিথি পিএসজির তারকা লিওনেল মেসি। সঙ্গী তাঁর স্ত্রী আন্তনেলা রোকুজ্জো।

ইবিজায় বিলাসবহুল ইয়টে একান্তে মেসি ও আন্তনেলাকে সময় কাটাতে দেখা গিয়েছে।

ইবিজায় বিলাসবহুল ইয়টে একান্তে মেসি ও আন্তনেলাকে সময় কাটাতে দেখা গিয়েছে।

লিওনেল মেসি ও তাঁর স্ত্রী আন্তনেলা রোকুজ্জোকে এক ছবিতে দেখা গিয়েছে সূর্যাস্তের সময় গভীর চুম্বনে মগ্ন হতে।

লিওনেল মেসি ও তাঁর স্ত্রী আন্তনেলা রোকুজ্জোকে এক ছবিতে দেখা গিয়েছে সূর্যাস্তের সময় গভীর চুম্বনে মগ্ন হতে।

বিয়ের ৫ বছর পরও তাঁদের প্রেমের রসায়ন যে কতটা মজবুত তা তাঁদের দেখেই বোঝা যায়।

বিয়ের ৫ বছর পরও তাঁদের প্রেমের রসায়ন যে কতটা মজবুত তা তাঁদের দেখেই বোঝা যায়।

লিও মেসির স্ত্রী ইবিজার ছুটি যে চুটিয়ে উপভোগ করছেন, তাঁর আপডেট দিচ্ছেন ইন্সটাগ্রামে। আন্তলেনা নিজের ইন্সটা স্টোরিতে তাঁরা যে হোটেলে রয়েছেন, তাঁর ঝলকও তুলে ধরেছেন।

লিও মেসির স্ত্রী ইবিজার ছুটি যে চুটিয়ে উপভোগ করছেন, তাঁর আপডেট দিচ্ছেন ইন্সটাগ্রামে। আন্তলেনা নিজের ইন্সটা স্টোরিতে তাঁরা যে হোটেলে রয়েছেন, তাঁর ঝলকও তুলে ধরেছেন।

সমুদ্রে সি গ্রিনে লাস্যময়ী আন্তনেলা। ইবিজায় বিলাসবহুল ইয়টে আন্তনেলা সূর্যের আভা উপভোগ করছেন সি গ্রিন বিকিনিতে।

সমুদ্রে সি গ্রিনে লাস্যময়ী আন্তনেলা। ইবিজায় বিলাসবহুল ইয়টে আন্তনেলা সূর্যের আভা উপভোগ করছেন সি গ্রিন বিকিনিতে।

সপ্তাহে প্রায় ৩ কোটি টাকা খরচ করে স্পেনের ইবিজাতে ছুটি কাটাচ্ছেন মেসি-আন্তনেলা ও ফ্যাব্রেগাস এবং তাঁর স্ত্রী ড্যানিয়েলা।

সপ্তাহে প্রায় ৩ কোটি টাকা খরচ করে স্পেনের ইবিজাতে ছুটি কাটাচ্ছেন মেসি-আন্তনেলা ও ফ্যাব্রেগাস এবং তাঁর স্ত্রী ড্যানিয়েলা।






Most Read Stories


Leave a Reply