শেষ হল ড্র, মেয়েদের বিশ্বকাপে ভারতের সঙ্গী ব্রাজিল
এই প্রথম মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলবে ভারত। টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনার কারণে দু’বছর পিছিয়ে গিয়েছে। যা খানিকটা হলেও চাপে ফেলে দিয়েছে আয়োজক দেশ ভারতকে।
জুরিখ: আয়োজক দেশ হিসেবে ভারত (India) যে গ্রুপ এ-তে থাকবে তা নিশ্চিতই ছিল। অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপে (U-17 Women’s World Cup) গ্রুপ এ-তে ভারতের সঙ্গী হল ব্রাজিল। গ্রুপের বাকি দুটি দল হল আমেরিকা ও মরক্কো। এই প্রথম মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলবে ভারত। টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনার কারণে দু’বছর পিছিয়ে গিয়েছে। যা খানিকটা হলেও চাপে ফেলে দিয়েছে আয়োজক দেশ ভারতকে। নতুন করে আবার টিম বানাতে হয়েছে এআইএফএফ-কে। সেই টিম এখন বিদেশ সফরে ব্যস্ত। ইতালির বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে অনূর্ধ্ব ১৭ ভারতীয় টিমের মেয়েরা ০-৭ হেরেছে। প্রস্তুতিতে খামতি থাকলেও এই বিশ্বকাপ ভারতে মেয়েদের ফুটবল প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Groups for the #U17WWC are SET! ?
Which game are you most looking forward to?
See you in India! ?? | #KickOffTheDream pic.twitter.com/Mb4FCfPILd
— FIFA Women’s World Cup (@FIFAWWC) June 24, 2022
বিস্তারিত আসছে…