Image Credit source: TWITTER
ফ্লোরেন্তিন আসছে ভারতে। এটিকে মোহনবাগানের হয়ে খেলতে। তাঁকে স্বাগত জানিয়েছিল ইতালি!
কলকাতা: ভ্রান্তিবিলাস। যার ফলে লজ্জার সম্মুখীন হয়েছিল ইতালির এক সংবাদপত্র। এটিকে মোহনবাগানে আসছেন পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবা। তাঁর সদ্য প্রাক্তন ক্লাব সোসক্স-মন্তবেলিয়ার্ড ভারতীয় সময় মাঝ রাতে এ কথা ঘোষণা করেছে। সোসক্সের সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল। নতুন চ্যালেঞ্জ নিতে ভারতের ক্লাব এটিকে মোহনবাগানে যোগ দিচ্ছেন ফ্লোরেন্তিন, এমনটাই জানিয়েছে সোসক্স। ক দিন আগে ফ্লোরেন্তিন পোগবাকে নিয়ে ভ্রান্তিবিলাসের ঘটনা হয়েছিল। যা নিয়ে পোস্ট করেছিল সোসক্সই। পল পোগবারা তিন ভাই। ফ্লোরেন্তিন ছাড়াও আর এক দাদা রয়েছে পলের। নাম মাতিয়াস পোগবা। ফ্লোরেন্তিন আসছে ভারতে। এটিকে মোহনবাগানের হয়ে খেলতে। তাঁকে স্বাগত জানিয়েছিল ইতালি!
Qu’est-ce qu’il fait là notre Flo ? ?? https://t.co/7QIowj6p5R
— FC Sochaux-Montbéliard (@FCSM_officiel) June 2, 2022
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে জুভেন্তাসে সই করছেন পল পোগবা। সরকারিভাবে ৩০ জুন চুক্তি হওয়ার কথা। সেই খবর প্রকাশ্যে আসতেই ইতালির সংবাদমাধ্যমে সাড়া পড়ে যায়। এখানেই গন্ডগোল। ঠিক যেমন ভ্রান্তিবিলাস সিনেমায় মহানায়ক উত্তম কুমার এবং ভানু বন্দোপাধ্যায়ের দ্বৈত চরিত্র নিয়ে হয়েছিল। পল এবং ফ্লোরেন্তিনের চেহাড়ায় বেশ কিছুটা মিল রয়েছে। পল পোগবাকে স্বাগত জানাতে গিয়ে ফ্লোরেন্তিনের ছবি ব্যবহার করে ইতালির এক সংবাদপত্র লা গ্যাজেতা। ফ্লোরেন্তিনের সদ্য প্রাক্তন ক্লাব সোসক্স সেই নিয়েই মজা করে। সোশ্যাল মিডিয়ায় কাগজের ছবি পোস্ট করে লেখে, আমাদের ফ্লো এখানে কী করছে?