৮ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন। ৫০ বছর পূর্তি হচ্ছে মহারাজের। তবে ৫০ বছরের জন্মদিনে তিনি থাকতে পারবেন না কলকাতায়। আজ, শনিবারই তিনি রওনা দিচ্ছেন আয়ারল্যান্ডে। ডাবলিনে ভারতের টি-২০ ম্যাচ দেখবেন তিনি। সেখান থেকে তিনি চলে যাবেন ইংল্যান্ডে। এর ফলে পরিবারের সঙ্গে সৌরভ জন্মদিন পালন করবেন বিলেতেই। তবে জন্মদিনে কলকাতাকে মিস করবেন মহারাজ। ডাবলিন রওনা দেওয়ার আগে কলকাতাতেই এক অনুষ্ঠানে সৌরভের আগাম জন্মদিন পালন হল। প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি সৌরভের স্কুলের শিক্ষকরা ও বন্ধুরাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।
Jun 25, 2022 | 3:34 PM
Most Read Stories