আইরিশদের বিরুদ্ধে কোন ৫ ভারতীয় ক্রিকেটার বদলে দিতে পারেন ম্যাচের রং


আইরিশদের বিরুদ্ধে কোন ৫ ভারতীয় ক্রিকেটার বদলে দিতে পারেন ম্যাচের রং

Image Credit source: BCCI Twitter

রবিরাতের ম্যাচের রং বদলে দিতে পারেন যে ৫ ভারতীয় ক্রিকেটার, জেনে নিন তাঁদের…

নয়াদিল্লি: আজ, অ্যান্ড্রু বালবির্নির আয়ারল্যান্ডের বিরুদ্ধে (IND vs IRE) ডাবলিনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামবে হার্দিক পান্ডিয়ার ভারত। দেশের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ (T20) সিরিজ শেষ করে আয়ারল্যান্ডে গিয়েছেন হার্দিকরা। জাতীয় দলের জার্সিতে আজ, প্রথম বার ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া। এ বারের আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্সকে আইপিএল অভিষেকেই চ্যাম্পিয়ন করার পুরস্কার পেয়েছেন হার্দিক। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া আইরিশদের হারিয়ে দেশে ফিরতে পারে কিনা সেদিকে নজর থাকবে। ক্যাপ্টেন হার্দিকের ওপর বিশেষ নজর তো থাকবেই, পাশাপাশি যে পাঁচ ভারতীয় ক্রিকেটারের দিকে এই ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নজর থাকবে, তাদের নিয়ে আলোচনা করা হল নিম্নে —

রবিরাতের ম্যাচের রং বদলে দিতে পারেন যে ৫ ভারতীয় ক্রিকেটার, এক নজরে দেখে নিন তাঁদের –

১) উমরান মালিক – আইপিএলে গতির ঝড় তোলা জম্মু-কাশ্মীরের পেসার উমরান মালিক জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। তিনি একা নন, ভারতের ক্রিকেটপ্রেমীরাও নীল জার্সিতে দেখতে চাইছেন ভারতের নয়া পেস সেনসেশন উমরানকে। দেশের মাঠে শেষ প্রোটিয়া সিরিজে ভারতের স্কোয়াডে ছিলেন তিনি। তবে বাভুমাদের বিরুদ্ধে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আয়ারল্যান্ডের পরিবেশে আজ উমরানের অভিষেক হলে বিশেষ নজর রাখতে হবে তাঁর দিকে।

২) রাহুল ত্রিপাঠী – এই প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন রাহুল ত্রিপাঠী। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএল-২০২২ এর ১৪টি ম্যাচে খেলে প্রাক্তন নাইট তারকা রাহুল করেছিলেন ৪১৩ রান। এবং তিনিই হয়েছিলেন অরেঞ্জ আর্মির দ্বিতীয় সব থেকে বেশি রান করা ব্যাটার। আইপিএলে তাঁর ধারাবাহিকতার ফলে, অনেকেই ভেবেছিলেন, ওই টুর্নামেন্টের পর ভারত-দক্ষিণ আফ্রিকা ৫ ম্যাচের টি-২০ সিরিজের স্কোয়াডে জায়গা পাবেন রাহুল। কিন্তু তেমনটা হয়নি। তবে আয়ারল্যান্ড সফরে সেই ডাকটা পেয়ে গিয়েছেন রাহুল। এ বার শুধু নীল জার্সিটা গায়ে চাপানোর অপেক্ষা।

৩) দীপক হুডা – দেশের মাঠে হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় স্কোয়াডে ছিলেন তারকা অল-রাউন্ডার দীপক হুডা। তবে একটি ম্যাচেও খেলা হয়নি দীপকের। কিন্তু এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন দীপক। তাতে তাঁর সংগ্রহ ২১ রান। তবে লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল-২০২২-তে বেশ ছন্দে ছিলেন দীপক। আইপিএল-১৫-র ১৫টি ম্যাচে ৪৫১ রান করেন দীপক। এই মরসুমের আইপিএলে চারটি সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। আইরিশদের বিরুদ্ধে প্রথম একাদশে তিনি সুযোগ পেলে, বিশেষ নজর থাকবে তাঁর দিকেও।

৪) অর্শদীপ সিং – আইপিএলের মঞ্চে নজর কাড়া তরুণ ক্রিকেটার পঞ্জাব কিংসের অর্শদীপ সিং প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছিলেন দেশের মাঠে শেষ হওয়া প্রোটিয়া সিরিজে। ২৩ বছরের অর্শদীপের ইয়র্কারে কাবু হয়েছেন একাধিক ক্রিকেটার। ডেথ ওভারে অর্শদীপের বোলিং বেশ নজরকাড়া। নর্টজেদের বিরুদ্ধে অভিষেক হয়নি অর্শদীপের। আজ, আইরিশদের বিরুদ্ধে তিনি সুযোগ পান কিনা, সেদিকেও বিশেষ নজর থাকবে।

Leave a Reply