এক বছরে সপ্তম অধিনায়ক, আয়ারল্যান্ডে বিশ্বকাপ মহড়া হার্দিকদের


আয়ারল্যান্ড ম্যাচের প্রস্তুতিতে উমরান মালিক।

Image Credit source: BCCI

আয়ারল্যান্ডের বিরুদ্ধেই সেরা সুযোগ উমরান মালিক, রাহুল ত্রিপাঠী কিংবা অর্শদীপ সিংকে দেখে নেওয়ার।

ডাবলিন: বিরাট কোহলি, আজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঋষভ পন্থ এবার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সব ফরম্যাট মিলিয়ে ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সপ্তম অধিনায়ক হার্দিক। সপ্তম আশ্চর্য হয়ে উঠতে পারলে ভবিষ্যতের নেতাও বলা যায় হার্দিককে। পরীক্ষার শুরু আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি ২০ দিয়েই। কোচ হিসেবে রয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। একদিকে যেমন নেতা হার্দিকের পরীক্ষা, অন্যদিকে জাতীয় দলের নতুন মুখদেরও। এখন সাদা বলে প্রতিটি সিরিজই অস্ট্রেলিয়ার মাটিতে টি ২০ বিশ্বকাপের মহড়া। বিশ্বকাপের মূল স্কোয়াড হয়তো ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্টের। তবে বেশ কিছু জায়গা নিয়েই ভাবনার জায়গাও রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের টানা ক্রীড়সূচিতে চোট আঘাতও বড় সমস্যা। এখন যারা বিশ্বকাপের ভাবনায় রয়েছে, টুর্নামেন্টের সময় সকলকেই ফিট অবস্থায় পাওয়া যাবেই, এমনটা নাও হতে পারে। বেঞ্চস্ট্রেন্থ বাড়িয়ে রাখা সে কারণেই জরুরি।

সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলেছে ভারত। পঞ্চম ম্যাচটি শুরু হলেও বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে উল্লেখযোগ্য বিষয়, পাঁচ ম্যাচেই অপরিবর্তিত একাদশ নামিয়েছিল ভারত। এর আগে শেষ কবে টানা পাঁচ ম্যাচে একাদশ অপরিবর্তিত রাখা হয়েছে, পরিসংখ্যান ঘেটেও পাওয়া কঠিন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের সিরিজে কেমন পরিকল্পনা হবে বলা কঠিন। তবে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সাংবাদিক সম্মেলন থেকে বলা যায়, নতুন মুখ দেখা যেতেই পারে। আয়ারল্যান্ডের বিরুদ্ধেই সেরা সুযোগ উমরান মালিক, রাহুল ত্রিপাঠী কিংবা অর্শদীপ সিংকে দেখে নেওয়ার।

আয়ারল্যান্ডের কাছে এই সিরিজ অনেকাংশে অর্থবহ। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলি, বিশেষত ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার সুযোগ আসে না। গত বছর টি ২০ বিশ্বকাপের পর ভারতের বিরুদ্ধে মাত্র ২ ম্যাচের সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পর আইসিসির পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে খেলার সুযোগ আসেনি তাদের। ক্রিকেটারদের কাছে যেমন এই সিরিজ পরীক্ষার, তেমনই বোর্ডের কাছেও। এই সিরিজ থেকে আর্থিক দিক থেকে উন্নতির সুযোগ থাকছে তাদের। ভারতের বিরুদ্ধে ম্যাচ হবে মালাহাইডে। এই মাঠে শেষ পাঁচটি আন্তর্জাতিক টি ২০ ম্যাচের মধ্যে তিনবার প্রথম ইনিংসে ১৮০-র বেশি রান হয়েছে। এখনও অবধি তিনবার মুখোমুখি হয়েছে ভারত-আয়ারল্যান্ড। তিন ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে ভারত। তবে অধিনায়ক হার্দিক পান্ডিয়া একটা বিষয় পরিস্কার করে দিয়েছেন- প্রতিপক্ষ দুর্বল, দলের মধ্যে এমন মানসিকতা ঢুকতে দেবেন না। বিশ্বকাপের ম্যাচের মতোই গুরুত্ব দিয়ে খেলার বার্তা দিয়েছেন সতীর্থদের।



Leave a Reply