Archary World Cup: প্যারিসে উড়ল তেরঙ্গা, তিরন্দাজী বিশ্বকাপে সোনা-সহ জোড়া পদক


তিরন্দাজী বিশ্বকাপে ভারতের সাফল্য

Image Credit source: Twitter

তিরন্দাজী বিশ্বকাপের ভারতের জয়জয়কার। ব্যক্তিগত ও টিম ইভেন্টে এল জোড়া পদক। দুই তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নম এবং অভিষেক বর্মার হাত ধরে এল সোনা-সহ দুটি পদক।

প্যারিস: বিশ্বকাপে অব্যর্থ নিশানা ভারতীয় তিরন্দাজদের। প্যারিসে অনুষ্ঠিত স্টেজ থ্রি তিরন্দাজী বিশ্বকাপে (Archery World Cup ) শনিবার জোড়া পদক জিতে বিশ্বকাপের শুরুটা দারুণ করেছেন ভারতীয় তিরন্দাজরা। একটি ব্যক্তিগত ও অন্যটি টিম ইভেন্টে। প্যারিসে শনিবার তেরঙ্গা উড়িয়েছেন দুই তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নম ( Jyothi Surekha Vennam) এবং অভিষেক বর্মা( Abhishek Verma)। মিক্সড টিম ইভেন্টে জ্যোতি এবং অভিষেক প্রথম স্থানে শেষ করে সোনা জিতেছেন। অন্যদিকে ব্যক্তিগত কমপাউন্ড বিভাগে রুপোর পদকে শেষ করেন জ্যোতি সুরেখা। জ্যোতি-অভিষেকের সোনা জয় দিয়েই এবারের তিরন্দাজী বিশ্বকাপে অভিযান শুরু করল ভারত। রবিবার মেয়েদের রিকার্ভ বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং সিমরনজিৎ কউর। প্রতিযোগিতার প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও সোনার পদকের আশায় দীপিকা, অঙ্কিতাদের দিকে থাকবে ভারতীয়দের নজর।

অন্ধ্রপ্রদেশের তিরন্দাজ জ্যোতি ব্যক্তিগত মেয়েদের কমপাউন্ড বিভাগে ব্রিটেনের এলা গিবসনের বিরুদ্ধে শুট অফে হেরে যান। ফলে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। শু্যট অফে দু’জনের স্কোর ১৪৮-১৪৮ এবং পরে ১০-১০ টাই হয়েছিল। তবে গিবসনের তীর জ্যোতির থেকে সেন্টারের দিকে বেশি ঘেঁষে ছিল। ফলে সেরাটা দিয়েও অল্পের জন্য সোনা হাতছাড়া হয় তাঁর। আর তাতেই সাফল্য পেলেন এই তরুণ তিরন্দাজ।

শুরুটা হয়েছিল সোনার পদক দিয়ে। জ্যোতিদের বিরুদ্ধে ছিলেন অলিম্পিক পদকজয়ী তিরন্দাজ। জ্যোতি ও অভিষেক সেই অভিজ্ঞদেরও ছাপিয়ে গেলেন। কমপাউন্ড মিক্সড টিম ইভেন্টে ফরাসি প্রতিদ্বন্দ্বী জুটি জিন বালুচ এবং ৪৮ বছরের অলিম্পিক পদকজয়ী সোফি ডোডমন্টের বিরুদ্ধে ১৫২-১৪৯ ব্যবধানে শেষ করে ভারতীয় জুটি। বিশ্বকাপে কমপাউন্ড মিক্স ইভেন্টে এটাই ভারতের প্রথম সোনা। প্রসঙ্গত, কমপাউন্ড মিক্সড বিভাগে ভারতের সবচেয়ে সফল জুটি অভিষেক এবং জ্যোতি। গতবছর ইয়াঙ্কটন বিশ্বকাপে এই জুটির হাত ধরে এসেছিল রুপোর পদক।



Leave a Reply