IND vs IRE, 1st T20 LIVE Score: আইরিশদের বিরুদ্ধে অভিষেক উমরানের, টসে জিতলেন হার্দিক, বৃষ্টির কারণে ম্যাচে দেরি


  • 26 Jun 2022 09:04 PM (IST)

    দেখুন ভারতের প্রথম একাদশ

    ভারতের প্রথম একাদশ

    ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), আবেশ খান, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল।

  • 26 Jun 2022 09:00 PM (IST)

    দেখে নিন আয়ারল্যান্ডের প্রথম একাদশ

    আয়ারল্যান্ডের প্রথম একাদশ

    অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, পল স্টার্লিং, লোরকান টাকার (উইকেটকিপার), মার্ক অ্যাডায়ার, জর্জ ডকরেল, জোশুয়া লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, কনর ওলফার্ট, ক্রেইগ ইয়ং।

  • 26 Jun 2022 08:53 PM (IST)

    ফের বৃষ্টি ডাবলিনে

    বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। বৃষ্টি বন্ধ হওয়ার পর টস হয়েছে। ভারত অধিনায়ক হার্দিক টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন। তবে ফের বৃষ্টি শুরু হয়েছে ডাবলিনে। যার ফলে দেরিতে শুরু হবে ম্যাচ।

  • 26 Jun 2022 08:52 PM (IST)

    আইরিশদের হয়ে অভিষেক এক ক্রিকেটারের

    ভারতের বিরুদ্ধে আজ অভিষেক হল কনর ওলফার্টের।

  • 26 Jun 2022 08:51 PM (IST)

    টস আপডেট

    টসে জিতলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টসে জিতে শুরুতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালেন ভারত অধিনায়ক।

  • 26 Jun 2022 08:39 PM (IST)

    টসে দেরি

    ডাবলিনে খারাপ আবহাওয়ার জন্য ভারত-আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের টসে দেরি হচ্ছে।

  • 26 Jun 2022 08:34 PM (IST)

    উমরানের অভিষেকে শুভেচ্ছাবার্তা ইরফানের

    আজ উমরান মালিকের জাতীয় দলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছে। উমরানকে শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।

  • 26 Jun 2022 08:08 PM (IST)

    আইরিশদের বিরুদ্ধে অভিষেক উমরানের

    আজ দেশের জার্সিতে অভিষেক হল উমরান মালিকের। দীর্ঘদিন ধরে উমরান জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় ছিলেন। অবশেষে তাঁর স্বপ্নপূরণ হল। ভুবনেশ্বর কুমারের হাত থেকে ডেবিউ ক্যাপ নিলেন উমরান।

  • 26 Jun 2022 08:05 PM (IST)

    এই ম্যাচ ঘিরে বৃষ্টির আশঙ্কা রয়েছে

    আজ হার্দিক-অ্যান্ড্রুদের প্রথম টি-২০ ম্যাচ রয়েছে। কিন্তু তাতে বৃষ্টির আশঙ্কাও রয়েছে। স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হার্দিকরা।

  • 26 Jun 2022 08:01 PM (IST)

    রবিরাতে মুখোমুখি ভারত-আয়ারল্যান্ড

    আর ১ ঘণ্টা পর ডাবলিনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার ভারত ও অ্যান্ড্রু বালবির্নির আয়ারল্যান্ড।



  • Leave a Reply