Image Credit source: TWITTER
রান তাড়ায় চমক দিল ভারত। ঈশান কিষানের ওপেনিং পার্টনার দীপক হুডা!
আয়ারল্যান্ড ১০৮-৪ (১২ ওভার)
ভারত ১১১-৩ (৯.২ ওভার)
ডাবলিন: আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে টি ২০ তে অপরাজিত ভারত (India)। চার ম্যাচ খেলে, সবকটিতেই জয়। এবার দুই ম্যাচের টি ২০ সিরিজ শুরু ৭ উইকেটের জয়ে। নতুন ওপেনারও পেল ভারত। ছোট মাঠ, হাইস্কোরিং পিচ, হাউসফুল দর্শক। আবহাওয়ার কারণে টেস্টের পরিস্থিতিতে টি ২০। সুইং বোলিংয়ের আদর্শ পরিবেশ। অপেক্ষা কিছুতেই শেষ হচ্ছিল না। ক্রিকেটপ্রেমীরাই শুধু নয়, উমরান মালিকও অপেক্ষায় ছিলেন। তাঁর অভিষেক ম্যাচ। প্রকৃতির উপর কারও হাত নেই। আয়ারল্যান্ড, ইংল্যান্ডের আবহাওয়া ক্ষণে বদলায়। বৃষ্টি এবং মাঠ ভেজা থাকায় অনেকটাই দেরীতে শুরু হল ম্যাচ। ওভার কমে দাঁড়ায় ১২। টি ২০-র জায়গায় টি ১২। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। অনন্য নজিরও গড়েন হার্দিক। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি ২০ তে উইকেট নিলেন। উমরান মালিকের অভিষেক, সূর্যকুমার যাদব-দীপক হুডার একাদশে ফেরা ছাড়া, প্রোটিয়া সিরিজের দলই ধরে রেখেছে ভারত।
অপেক্ষা ছিল একটা রুদ্ধশ্বাস ম্যাচের। কাগজে কলমে আয়ারল্যান্ড তুলনামূলক দুর্বল দল। তবে তাদের অনেক ক্রিকেটারের ইংল্যান্ডের টি ২০ ব্লাস্ট এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। শুরুটা অবশ্য তেমন হল না। সুইং বোলিংয়ের পরিস্থিতিতে ভুবনেশ্বর কুমার ভয়ঙ্কর হয়ে উঠবেন, প্রত্যাশিত। হলও তাই। প্রথম ওভারেই মেডেন এবং প্রতিপক্ষ অধিনায়ক অ্যান্ডি বলবির্নির উইকেট নিলেন ভুবি। দ্বিতীয় ওভারে প্রতিপক্ষ শিবিরের বিধ্বংসী ব্যাটার পল স্টার্লিংকে ফেরান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পাওয়ার প্লে-র শেষ ওভারে (চতুর্থ ওভার) গ্যারেথ ডেলানিকে ফিরিয়ে চাপ বাড়ান আবেশ খান।
আয়ারল্যান্ড নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেটে ১০৮ রান করে। সৌজন্যে হ্যারি টেক্টরের বিধ্বংসী ব্যাটিং। মাত্র ২৯ বলে অর্ধশতরান করেন তিনি। পাওয়ার প্লে-তে ২২-৩ থেকে বাকি ৮ ওভারে ৮৬ রান যোগ করে আয়ারল্যান্ড। শেষ অবধি ৩৩ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস টেক্টরের। অভিষেক ম্যাচে ১ ওভার সুযোগ পেলেন উমরান। এল ১৪ রান। ভারতীয় বোলারদের মধ্যে নজর কাড়লেন ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল। ভুবি ৩ ওভারে ১টি মেডেন সহ ১৬ রান দিয়ে ১ উইকেট নেন। চাহাল ৩ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট।
রান তাড়ায় চমক দিল ভারত। ঈশান কিষানের ওপেনিং পার্টনার দীপক হুডা! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী ছন্দে ছিলেন ঈশান। এদিনও শুরু থেকেই একই ছন্দে। মাত্র ১১ বলে ২৬ রানে তাঁর ইনিয়সের ইতি। ক্রেগ ইয়ংয়ের উইকেট সোজা বলে বড় শট খেলার চেষ্টায় বোল্ড ঈশান। প্রথম বলেই লেগবিফোর সূর্যকুমার। রিভিউ নিয়েও লাভ হল না। জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে ভারত। চারে ব্যাট করতে নামলেন অধিনায়ক। আইপিএলে চার নম্বরে ব্যাট করে সাফল্য পেয়েছেন। পাওয়ার প্লে-র ৪ ওভারে ৪৫-২ ভারত। ৪৮ বলে প্রয়োজন ছিল ৬৪ রান। ষষ্ঠ ওভারে অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন। ছয় মেরে স্বাগত জানালেন হার্দিক। প্রথমবার আন্তর্জাতিক টি ২০ তে ওপেন করতে নামা দীপক হুডাও পিছিয়ে রইলেন না। ম্যাকব্রাইনের ওভারে ২১ রান তুলে চাপ কমান হার্দিক-হুডা। ওপেনিংয়ে বিকল্প বাড়ল ভারতীয় শিবিরে। ম্যাচ ফিনিশ করে মাঠ ছাড়া হল না হার্দিকের। ১২ বলে ২৪ রানে ফেরেন তিনি। ৩২ বলে ৬৪ রানের জুটিই জয়ের মঞ্চ গড়ে দেয়। শেষ অবধি দীপক হুডা ২৯ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড ১০৮-৪ (হ্যারি টেক্টর ৬৪ অপরাজিত, যুজবেন্দ্র চাহাল ১-১১, ভুবনেশ্বর কুমার ১-১৬)। ভারত ১১১-৩ (দীপক হুডা ৪৭ অপরাজিত, ঈশান কিষান ২৬, ক্রেগ ইয়ং ২-১৮)।