Arindam Bhattacharya: প্রস্তুতি নিতে স্পেন সফরে অরিন্দম


স্পেনে যাচ্ছেন অরিন্দম

Image Credit source: Twitter

আগামী মরসুমের প্রস্তুতি নিতে স্পেন যাচ্ছেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। মাস খানেক সেখানেই কাটাবেন তিনি।

কলকাতা: আইএসএলের প্রস্তুতি নিতে ব্যক্তিগত উদ্যোগে এবার স্পেন যাচ্ছেন অরিন্দম ভট্টাচার্য। গত মরসুমটা মনের মতো হয়নি তাঁর। ১১টি ম্যাচে ২৯টি সেভ করলেও ১৯টি গোল খেয়েছেন। এরপর চোট আঘাত। ছন্দ হারিয়ে ফেলেন। খেলতে পারেননি কলকাতা ডার্বিতে। তাই সময় থাকতেই নিজেকে আগামী মরসুমের জন্য তৈরি রাখতে চাইছেন। গোটা একটা মাস স্পেনে কাটাবেন তিনি। সেখানে মারবেয়া এফসি ক্লাবের প্রথম দলের সঙ্গে অনুশীলন করার কথা রয়েছে। ফর্মে ফিরতেই অরিন্দমের এই স্পেন সফর।

সেই সংকল্প নিয়ে অরিন্দম বলেছেন, “স্পেনের মারবেয়ায় যাচ্ছি ট্রেনিং নিতে ওখানকার ক্লাব মারবেয়া এফসি-তে। ওদের গোলকিপার কোচ যিনি আছেন, তাঁর সঙ্গে কথা হয়েছে। উনি জানতে চেয়েছিলেন কী ধরনের ট্রেনিং করি। আমার ট্রেনিংয়ের কিছু ভিডিও ক্লিপিংস এবং যে সমস্ত বিদেশি কোচেদের সঙ্গে ট্রেনিং করেছি, তার কিছু ভিডিও ক্লিপিংসও পাঠিয়েছি। সেগুলো দেখার পরে উনি আমাকে জানিয়েছেন, ওদের দলের সঙ্গেই আমি ট্রেনিং করতে পারব।”

তিনি আরও বলেন অরিন্দম, “গত মরসুমটা খুব একটা ভাল যায়নি। এ বার প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে হবে। কলকাতায় আমি আগে নিয়মিত অভিজিৎদার কাছে ট্রেনিং করেছি। যেহেতু এখন অভিজ্ৎদা অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৪ ভারতীয় দলের সঙ্গে রয়েছেন, তাই উনি ওদিকেই একটু বেশি ব্যস্ত থাকছেন। কিন্তু আমাকে তো পরের মরসুমের জন্য প্রস্তুত হতেই হবে। তাই ভাবলাম স্পেনেই যাই। যেহেতু আমি এখানে স্প্যানিশ কোচদের অধীনে অনেক কাজ করেছি, তাই জানি ওঁরা কী রকম ট্রেনিং করান। তাই ওখানেই আমি ঠিকমতো প্রস্তুতিটা সারতে পারব।”

এই খবরটিও পড়ুন



প্রসঙ্গত, মারবেয়া এফসি স্প্যানিশ লিগের পঞ্চম ডিভিশনের ক্লাব। মারবেয়া এফসি-র এখনকার দলে দু’জন গোলকিপার রয়েছেন। আলেজান্দ্রো স্যান্তোম, আলবার্তো লেজারাখা ও জোসে সেরানো। তাঁদের সঙ্গেই মাসখানেক অনুশীলন করবেন অরিন্দম।

Leave a Reply