India vs England: নাগারকোটিকে বিরক্ত করছিলেন সমর্থকরা, কড়া ধমক দিলেন বিরাট


নাগারকোটিকে বিরক্ত করছিলেন সমর্থকরা, কড়া ধমক দিলেন বিরাট

লেস্টারের বিরুদ্ধে ভারতের চার দিনের ওয়ার্ম আপ ম্যাচে বেশ কয়েকজন সমর্থক টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ক্রিকেটার কমলেশ নাগারকোটিকে (Kamlesh Nagarkoti) বার বার ডেকে বিরক্ত করছিলেন। কোহলি পরিস্থিতি দেখে এগিয়ে আসেন, এবং সমর্থকদের কড়া ধমকও দেন।

লেস্টারশায়ার: বিরাট কোহলি (Virat Kohli) এখন ভারতের প্রাক্তন নেতা। কিন্তু এখনও দলের কাউকে সমস্যায় দেখলে তিনি হয়ে যান ক্যাপ্টেন কোহলি। সদ্য লেস্টারশায়ারে কোহলির ধমক খেলেন কয়েকজন সমর্থক। লেস্টারের বিরুদ্ধে ভারতের চার দিনের ওয়ার্ম আপ ম্যাচে বেশ কয়েকজন সমর্থক টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ক্রিকেটার কমলেশ নাগারকোটিকে (Kamlesh Nagarkoti) বার বার ডেকে বিরক্ত করছিলেন। কোহলি পরিস্থিতি দেখে এগিয়ে আসেন, এবং সমর্থকদের কড়া ধমকও দেন। লন্ডনে ভারত অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলিদের দেখা গিয়েছে হাসিমুখে ফ্যানেদের সঙ্গে ছবি তুলতে, অটোগ্রাফ দিতে। সবটাই তাঁরা ভালোবেসে করেছেন। কিন্তু এই ছবি তোলার আবদার যদি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তা হলে কারই বা ভালো লাগে!

ভারতের ওয়ার্ম আপ ম্যাচে লেস্টারশায়ারের হয়ে মাঠে নেমেছিলেন ভারতীয় দলের নেট বোলার হিসাবে সুযোগ পাওয়া কমলেশ নাগারকোটি। টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের সময় নাগারকোটি বাউন্ডারি লাইনের সামনে ফিল্ডিং করছিলেন। আর তখনই তাঁকে এক নাগাড়ে এক সমর্থক স্ট্যান্ড থেকে ডেকে চলেছিলেন। যার ফলে স্বাভাবিকভাবেই বিরক্ত হচ্ছিলেন নাগারকোটি। ড্রেসিংরুম থেকে পুরো ঘটনাটা দেখেন কোহলি। এরপর ব্যালকনিতে এসে সেই সমর্থককে তিনি চুপ করতেও বলেন। কোহলিকে দেখে ওই ভক্ত জানান, তিনি শুধুমাত্র কমলেশের সঙ্গে একটি ছবিই তুলতে চেয়েছেন। তিনি জানান, অফিস থেকে ছুটি নিয়ে তিনি সেখানে এসেছেন। তাই তিনি নাগারকোটিকে ডাকছিলেন অন্তত একটা ছবি তোলার জন্য। কিন্তু কমলেশ তাঁর দিকে তাকাচ্ছিলেন না। যা শুনে বিরক্ত হয়ে কোহলি ওই সমর্থককে পাল্টা প্রশ্ন করেন, কমলেশ নাগারকোটি কি এখানে ছবি তুলতে এসেছে নাকি খেলতে এসেছে?

টুইটারে কোহলির সেই ধমক দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। দেখে নিন সেই ভিডিও —

এর আগেও কোহলিকে তাঁর সতীর্থদের বিপদে ঝাপিয়ে পড়তে দেখা গিয়েছে। অতীতে মহম্মদ সামি, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজদের নিয়ে সমালোচনা হলেও, তার জবাব দিয়েছেন ভিকে। যেমনটা আবার দিলেন লেস্টারে।

এই খবরটিও পড়ুন





Leave a Reply