দ্বিতীয় টি ২০ তে ভারতের একাদশ ধোঁয়াশা


অপেক্ষায় সঞ্জু স্যামসন।

Image Credit source: BCCI

গত ম্যাচে অনবদ্য বোলিং করেছেন যুজবেন্দ্র চাহাল। তাঁকে সামলানোর জন্য অনুশীলনে সুইপ মারার প্রস্তুতি নেন আইরিশ ব্যাটাররা।

ডাবলিন: ভারত-আয়ারল্যান্ড (INDvIRE) প্রথম টি ২০ তে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। আজও পূর্বাভাসে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার প্রসঙ্গ বাদ দিয়েও প্রশ্ন থাকছে ভারতের একাদশ নিয়ে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র দু ম্যাচের সিরিজ। সুযোগ পেয়েছেন মূলত রিজার্ভবেঞ্চের ক্রিকেটাররা। বিশ্বকাপের মহড়াও বলা যায়। সকলেই কি সুযোগ পাবেন! সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে ভারত। টানা পাঁচ ম্যাচেই অপরিবর্তিত একাদশ নামিয়েছিল টিম ম্যানেজমেন্ট। হেড কোচ রাহুল দ্রাবিড় এবং গত সিরিজের অধিনায়ক ঋষভ পন্থ ইংল্যান্ড সফরে। আয়ারল্যান্ডে অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আইপিএলে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছেন নেতা হার্দিক। দেশের হয়ে নেতৃত্বের অভিষেক ম্যাচও জিতেছেন। নজরে সিরিজ জয়।

আইপিএলে সাড়া জাগানো এক্সপ্রেস বোলার উমরান মালিকের অভিষেক হয়েছে প্রথম টি ২০-তে। বৃষ্টিবিঘ্নিত ১২ ওভারের ম্যাচে মাত্র এক ওভার পেয়েছিলেন উমরান। প্রশ্ন হল, অপরিবর্তিত একাদশ ধরে রাখা হবে কী না। উমরান দ্বিতীয় সুযোগ পাবেন! প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া রাহুল ত্রিপাঠীর কি অভিষেক হবে! কিংবা বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের! প্রথম টি ২০-তে ওপেন করেন দীপক হুডা। ঋতুরাজ গায়কোয়াড় থাকা সত্ত্বেও দীপকের ওপেনিংয়ে নামা অবাক করেছিল। দল সূত্রের খবর, ঋতুরাজের চোট রয়েছে। তিনি ফিট না থাকলে, রাজ্য দলের সতীর্থ রাহুল ত্রিপাঠীর আন্তর্জাতিক অভিষেক হতে পারে। কিংবা সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন। উমরানকে আরও একটা সুযোগ দেওয়া হলে এই ম্যাচেও বেঞ্চে থাকতে হবে হর্ষল প্যাটেলকে।

আয়ারল্যান্ড প্রথম ম্যাচে হারলেও নজর কেড়েছেন হ্যারি টেক্টর। ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁর খেলায় মুগ্ধ হয়ে ব্যাট উপহার দিয়েছিলেন। পাওয়ার প্লে-তে ভুবনেশ্বর, হার্দিক, আবেশদের সামলে দিতে পারলে, ভারতকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারে আয়ারল্যান্ড। পাওয়ার প্লে-তে ২২ রানে ৩ উইকেট হারানোর পরও লড়াই করেছে আইরিশরা। পল স্টার্লিং, অধিনায়ক অ্যান্ডি বলবির্নি, গ্যারেথ ডেলানিরা টপ অর্ডারে ভরসা দিতে পারলে হার্দিকদের চ্যালেঞ্জের সামনে পড়তে হবে।

প্রথম টি ২০ তে নজির গড়েছেন হার্দিক এবং ভুবি। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি ২০ তে উইকেট নিয়েছেন হার্দিক। অন্যদিকে, পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি উইকেটের নজির গড়েছেন ভুবনেশ্বর কুমার (৩৪)। ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়ের বদ্রী এবং কিউয়ি পেসার টিম সাউদি ৩৩টি করে উইকেট নিয়েছেন। গত ম্যাচে অনবদ্য বোলিং করেছেন যুজবেন্দ্র চাহাল। তাঁকে সামলানোর জন্য অনুশীলনে সুইপ মারার প্রস্তুতি নেন আইরিশ ব্যাটাররা।

Leave a Reply