Image Credit source: TWITTER
ঘরোয়া মরসুম শেষ হওয়ায় দীর্ঘ বিরতি।
মুম্বাই: পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের চতুর্দশ সংস্করণে হতাশাজনক পারফরম্যান্স। পরবর্তী প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে দিল। দল হিসেবে সাফল্য না পেলেও নজর কেড়েছেন তরুণ ক্রিকেটাররা। এবার মুম্বাই স্কোয়াডে প্রচুর তরুণ ক্রিকেটার ছিলেন। কুমার কার্তিকেয়, ‘বেবি এবি’ ডিওয়াল্ড ব্রেভিস, তিলক বর্মা, হৃতিক শোকিয়ান। অভিজ্ঞতা কম থাকলেও সুযোগ কাজে লাগিয়েছেন। তাদের নিয়ে পরবর্তী আইপিএলের জন্য ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে মুম্বাই টিম ম্যানেজমেন্ট। কুমার কার্তিকেয়, তিলক বর্মাদের মতো আনক্যাপড ভারতীয় ক্রিকেটারদের যুক্তরাজ্য সফরে নিয়ে যাওয়া হচ্ছে। ইংল্যান্ডের বিভিন্ন মাঠে অনুশীলন করা ছাড়াও কাউন্টি ক্লাবগুলোর বিরুদ্ধে ১০টি টি ২০ ম্যাচ খেলবে তারা।
মুম্বাই ইন্ডিয়ান্স দল সূত্রে খবর, তিলক বর্মা, কুমার কার্তিকেয়, রমনদীপ সিং, হৃতিক শোকিয়ানের মতো তরুণ ক্রিকেটাররা যাচ্ছেন। সেরা টি ২০ কাউন্টি ক্লাবগুলোর বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ। সচিনপুত্র অর্জুন তেন্ডুলকরও মুম্বাই স্কোয়াডে রয়েছেন। অর্জুন পরিবারের সঙ্গে ইংল্যান্ডে। তিনিও এই স্কোয়াডে যোগ দেবেন। দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার, গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা ডিওয়াল্ড ব্রেভিসও যেতে পারেন। মুম্বাই ইন্ডিয়ান্স হেড কোচ মহেলা জয়বর্ধনে তরুণ ক্রিকেটারদের তত্ত্বাবধানে থাকবেন।
রঞ্জি ট্রফি শেষ হয়েছে। ফাইনালে মুম্বাইকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ। রঞ্জি জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কুমার কার্তিকেয়। ঘরোয়া মরসুম শেষ হওয়ায় দীর্ঘ বিরতি। তাদের প্রস্তুতির মধ্যে রাখতে এমন ভাবনা মুম্বাই ইন্ডিয়ান্সের। অধিনায়ক রোহিত শর্মা, পেসার জসপ্রীত বুমরা জাতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে রয়েছেন। ঘরোয়া ক্রিকেট শুরু হতে এখনও তিন মাসের বেশি বাকি। তরুণ ক্রিকেটারদেরও প্রস্তুতির মধ্যে রাখাই লক্ষ্য। সফরে ম্যাচ খেললেও সেগুলি বাণিজ্যক স্বার্থে ব্যবহার হবে না। তাই বোর্ডের থেকে অনুমতির বিষয় থাকছে না।