Image Credit source: TWITTER
বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে নজর কেড়েছেন আইরিশ ব্যাটসম্যান হ্যারি টেক্টর।
ডাবলিন: জয় দিয়ে সিরিজ শুরু করেছে ভারত। তবে অসম লড়াই একেবারেই হয়নি। বড় দলের বিরুদ্ধে তথাকথিত ছোট দল গুলিকে বাড়তি তাগিদ নিয়ে খেলতে দেখা যায়। প্রথম টি ২০ তে কার্যত সেটাই করে দেখিয়েছে আয়ারল্যান্ডের তরুণ ক্রিকেটাররা। ভারতীয় দলের অভিজ্ঞতা তুলনামূলক বেশি। শক্তিশালী দলের বিরুদ্ধে খুব বেশি খেলার সুযোগ হয় না আয়ারল্যান্ড ক্রিকেটারদের। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে নজর কেড়েছেন আইরিশ ব্যাটসম্যান হ্যারি টেক্টর। তাঁর খেলায় মুগ্ধ ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। হ্যারিকে ব্যাট উপহার দিয়েছেন। আগামিদিনে তাঁকে আইপিএলে দেখার প্রত্যাশার কথাও জানিয়েছেন হার্দিক। দুই ম্যাচের সিরিজের আজ শেষ টি ২০। এই ম্যাচেও বাড়তি নজর থাকবে হ্যারির দিকে। আরও কয়েকজনকে নিয়ে বাড়তি প্রত্যাশা থাকবে আয়ারল্যান্ড শিবিরে।
এক নজরে দেখে নেওয়া যাক আয়ারল্যান্ডের পাঁচ ক্রিকেটারকে
পল স্টার্লিং: প্রথম টি ২০ তে নজর কাড়তে ব্যর্থ। প্রচুর অভিজ্ঞতা রয়েছে পল স্টার্লিংয়ের। তবে আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী দলের বিরুদ্ধে নজর কাড়তে না পারার পরিসংখ্যান রয়েছে তাঁর। ভারতের বিরুদ্ধেও সেটাই দেখা গিয়েছে। সুইং বোলিংয়ের আদর্শ পরিবেশে মানিয়ে নিতে হলে ফুটওয়ার্ক প্রয়োজন। প্রথম ম্যাচে তাঁর কাছে সেটা দেখা যায়নি। দ্বিতীয় ওভারেই হার্দিকের বোলিংয়ে আউট হন। দক্ষতা প্রমাণের আরও একটা সুযোগ পল স্টার্লিংয়ের সামনে।
অ্যান্ডি বলবির্নি : অধিনায়ক রান না পেলে যে কোনও দলেরই মনোবল ধরে রাখা কঠিন। দেশের হয়ে ৬৭ টি টি ২০ খেলেছেন। প্রথম ম্যাচে নজর কাড়তে ব্যর্থ। ভুবনেশ্বর কুমার প্রথম ওভারেই তাঁর উইকেট ছিটকে দেন। ওপেনিংয়ে দলের ভিত গড়ে দেন। দ্বিতীয় টি ২০ তে আয়ারল্যান্ডের বড় ভরসা বলবির্নি।
হ্যারি টেক্টর: প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের নায়ক। স্বাভাবিক তাঁর উপর বাড়তি প্রত্যাশা থাকবে। ১২ ওভারের ম্যাচে ২২ রানে ৩ উইকেট হারানোর পর হ্যারির মুগ্ধকর ব্যাটিংয়ে লড়াই করার মতো স্কোর গড়েছিল আয়ারল্যান্ড।
গ্যারেথ ডেলানি: আয়ারল্যান্ড দলের স্পিন বোলিং অলরাউন্ডার। লেগস্পিনার। ব্যাটের হাত খুবই ভালো। প্রথম ম্যাচে তাঁর রান না পাওয়া বড় সমস্যা তৈরি করেছে আয়ারল্যান্ড শিবিরে। বৃষ্টির কারণে সংক্ষিপ্ত ম্যাচ হওয়ায় বোলিংয়ে সুযোগ পাননি। আন্তর্জাতিক টি ২০-তে ৩৭ ম্যাচে তিনটি অর্ধশতরানের ইনিংস রয়েছে। দ্বিতীয় ম্যাচে নজরে ডেলানি।
ক্রেগ ইয়ং: পরপর দু বলে উইকেট নিয়ে ভারতীয় শিবিরকে সাময়িক চাপে ফেলেছিলেন এই মিডিয়াম পেসার। ছোট মাঠে ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং করা সহজ নয়। প্রথম ম্যাচে ভরসা দিয়েছেন ইয়ং। আজ ৫০তম আন্তর্জাতিক টি ২০ ম্যাচ ইয়ংয়ের।