ডাবলিনের রাস্তায় চাহালপত্নীর নাচ, আগুন ঝরালেন ধনশ্রী ভার্মা


৯০ এর দশকের জনপ্রিয় বলিউড গান, ‘সোনা কিতনা সোনা হ্যায়’-এর তালে ডাবলিনের রাস্তায় নাচ করতে দেখা গেল ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) স্ত্রী ধনশ্রী ভার্মাকে (Dhanashree Verma)। পাশাপাশি ডাবলিনের রাস্তায় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও দীপক হুডার সঙ্গে খোশমেজাজে ঘুরলেন যুজিও।


Jun 29, 2022 | 2:20 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Jun 29, 2022 | 2:20 PM




আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডাবলিনে হওয়া ২ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ জিতেছে ভারত। ডাবলিনের রাস্তায় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা গেল সস্ত্রীক যুজবেন্দ্র চাহালকে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডাবলিনে হওয়া ২ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ জিতেছে ভারত। ডাবলিনের রাস্তায় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা গেল সস্ত্রীক যুজবেন্দ্র চাহালকে।

ডাবলিনের রাস্তায় ৯০ এর দশকের জনপ্রিয় বলিউড গান, 'সোনা কিতনা সোনা হ্যায়'-এর তালে নাচতে দেখা গেল যুজির স্ত্রী ধনশ্রী ভার্মাকে (Dhanashree Verma)।

ডাবলিনের রাস্তায় ৯০ এর দশকের জনপ্রিয় বলিউড গান, ‘সোনা কিতনা সোনা হ্যায়’-এর তালে নাচতে দেখা গেল যুজির স্ত্রী ধনশ্রী ভার্মাকে (Dhanashree Verma)।

ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে রীতিমতো পোজ দিয়ে ছবি তুলেছেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন যুজি। ক্যাপশনে লিখেছেন, "বয়েস ডে আউট।"

ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে রীতিমতো পোজ দিয়ে ছবি তুলেছেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন যুজি। ক্যাপশনে লিখেছেন, “বয়েস ডে আউট।”

ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা তাঁর সঙ্গে গিয়েছেন আয়ারল্যান্ড সফরে। ম্যাচ দেখার পাশাপাশি ডাবলিন শহরটাও বেশ মন খুলে ঘুরে নিলেন ধনশ্রী। সেই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, "আইরিশ সংস্কৃতি এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়েছি।"

ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা তাঁর সঙ্গে গিয়েছেন আয়ারল্যান্ড সফরে। ম্যাচ দেখার পাশাপাশি ডাবলিন শহরটাও বেশ মন খুলে ঘুরে নিলেন ধনশ্রী। সেই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, “আইরিশ সংস্কৃতি এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়েছি।”

আইরিশদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের নায়ক ভারতের দীপক হুডার সঙ্গে খোশমেজাজে ডাবলিনের রাস্তায় গল্প করতে দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহালকে।

আইরিশদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের নায়ক ভারতের দীপক হুডার সঙ্গে খোশমেজাজে ডাবলিনের রাস্তায় গল্প করতে দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহালকে।






Most Read Stories


Leave a Reply