দ্রুতই চুক্তি সম্পন্ন, যৌথ বিবৃতিতে জানাল ইস্টবেঙ্গল-ইমামি


দীর্ঘমেয়াদি চুক্তির পথে ইমামি-ইস্টবেঙ্গল।

ছবি: সূত্র

চুক্তিপত্র প্রস্তুত এবং সই হওয়ার পর দলগঠন প্রক্রিয়া শুরু হবে।

কলকাতা: ইস্টবেঙ্গল এবং ইমামি কর্তাদের মধ্যে আলোচনা ফলপ্রসূ। দ্রুতই চুক্তি সম্পন্ন হবে। যৌথ বিবৃতিতে এমনটাই জানাল ইস্টবেঙ্গল ও ইমামি। দীর্ঘদিন ধরেই চুক্তি নিয়ে জলঘোলা চলছিল। চুক্তির খসড়া নিয়ে আলোচনাও হয়েছে। ইস্টবেঙ্গল এবং ইমামির তরফে আলাদা করে একে অপরের কোর্টে বল পাঠানো চলছিল। খসড়া চুক্তি নিয়ে দু পক্ষ আলোচনায় বসেছিল এদিন। এরপরই যৌথ বিবৃতিতে পরিষ্কার করা হয়েছে, ‘কোনও দিক থেকেই আর দেরী করা হবে না। আগামীকাল ইস্টবেঙ্গলের এক্সিকিউটিভ কমিটি ফের আলোচনায় বসবে। ইস্টবেঙ্গল এবং ইমামির তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ইস্টবেঙ্গল এবং ইমামি কর্তারা খসড়া চুক্তি নিয়ে আলোচনায় বসেছিলেন। মিটিং ফলপ্রসূ হয়েছে। খসড়ার সমস্ত বিষয় নিয়ে যা কিছু দ্বিধার জায়গা ছিল তা পরিষ্কার হয়েছে। মিটিংয়ের ফল ইতিবাচক। ইস্টবেঙ্গল এবং ইমামির আইনজীবিদের বলা হয়েছে চূড়ান্ত চুক্তিপত্র তৈরির জন্য। বিবৃতিতে আরও জানানো হয়েছে, দু পক্ষের আইনজীবিরা মিলিতভাবে চুক্তিপত্র তৈরি করবে।‘

চুক্তিপত্র প্রস্তুত এবং সই হওয়ার পর দলগঠন প্রক্রিয়া শুরু হবে। দ্রুতই এই প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে। তবে যা পরিস্থিতি আগামী সপ্তাহের আগে পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়া এবং দল গঠন প্রক্রিয়া শুরু হওয়া কঠিন।

Leave a Reply