মালয়েশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু-প্রণয়
চলতি মালয়েশিয়া ওপেনে (Malaysia Open 2022) ছন্দে রয়েছেন পিভি সিন্ধু-এইচ এস প্রণয়রা।
কুয়ালালামপুর: চলতি মালয়েশিয়া ওপেনে (Malaysia Open 2022) ছন্দে রয়েছেন পিভি সিন্ধু-এইচ এস প্রণয়রা। প্রথম রাউন্ডে থাই শাটলার পর্নপাউয়ি চোচুওংয়ের বিরুদ্ধে সহজ জয় পেলেও, দ্বিতীয় রাউন্ডে অপর থাই শাটলার ফিত্তায়াপর্ন চাইওয়ানকে তিন গেমের লড়াইয়ে হারাতে হল বিশ্বের ৭ নম্বর শাটলার সিন্ধুকে (PV Sindhu)। মেয়েদের সিঙ্গলসের পাশাপাশি, পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন বিশ্বের ২১ নম্বর শাটলার এইচ এস প্রণয় (HS Prannoy)। টুর্নামেন্টের চতুর্থ বাছাই চাইনিজ তাইপেই চৌ তিয়েন চেনকে হারিয়ে স্ট্রেট গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালের জায়গা পাকা করলেন প্রণয়।
মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের ম্য়াচে, প্রথম গেমে ২১-১৯ পয়েন্টে সিন্ধুকে হারিয়ে চমকে দেন চাইওয়ান। কিন্তু পরের গেমেই ঘুরে দাঁড়ান অলিম্পিকে দু’বারের পদকজয়ী সিন্ধু। ২১-৯ পয়েন্টে থাই প্রতিপক্ষকে হারান সিন্ধু। তৃতীয় গেমে চাইওয়ান চেষ্টা করেছিল ম্যাচে ফিরে আসার। কিন্তু শেষ গেমটাও যায় সিন্ধুর পক্ষে। ২১-১৪ ব্যবধানে তৃতীয় গেমটা জিতে নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান সিন্ধু। ৫৭ মিনিট ধরে চলে সিন্ধু-চাইওয়ানের লড়াই। শেষ আটের লড়াইয়ে সিন্ধু নামবেন চাইনিজ তাইপেই তাই জু ইংয়ের বিরুদ্ধে।
Opening Round of 16 match sees Phittayaporn Chaiwan ?? go toe to toe with Pusarla V. Sindhu ??.#BWFWorldTour #MalaysiaOpen2022 pic.twitter.com/0VYLM2jLNB
— BWF (@bwfmedia) June 30, 2022
চলতি বছরে ভারতের থমাস কাপ জয়ের অন্যতম কারিগর এইচ এস প্রণয় দ্বিতীয় রাউন্ডে নেমেছিলেন চাইনিজ তাইপেই চৌ তিয়েন চেনের বিরুদ্ধে। টুর্নামেন্টের চতুর্থ বাছাইয়ের বিরুদ্ধে ৩৫ মিনিটেই ম্যাচ বের করে নিয়ে যান প্রণয়। খেলার ফল ২১-১৫, ২১-৭ প্রণয়ের পক্ষে। কোয়ার্টার ফাইনালে এ বার প্রণয় নামবেন ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির মুখে।
PETRONAS Malaysia Open 2022
MS – Round of 16
21 21 ??H. S. PRANNOY?
15 7 Tien Chen CHOU? in 35 minutes
https://t.co/iuf0S5xX9x— BWFScore (@BWFScore) June 30, 2022
প্রণয় মালয়েশিয়া ওপেনের শেষ আটে পৌঁছলেও, ভারতের অপর শাটলার পারুপল্লি কাশ্যপ হেরে যান থাইল্যান্ডের কুনলাভুট ভিতিদস্রানের (Kunlavut Vitidsarn) কাছে। খেলার ফল ২১-১৯, ২১-১০ কুনলাভুট ভিতিদস্রানের পক্ষে।
PETRONAS Malaysia Open 2022
MS – Round of 16
21 21 ??Kunlavut VITIDSARN?
19 10 ??Kashyap PARUPALLI? in 44 minutes
https://t.co/4OMjzxYhMm— BWFScore (@BWFScore) June 30, 2022