India Tour of Sri Lanka: ভারতীয় ক্রিকেট সরগরম ৩ নম্বর জার্সি নিয়ে


Image Credit source: TWITTER

প্রবল সমালোচনার জেরে ১০ নম্বর জার্সি রিটায়ার করাতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

ক্যান্ডি: শ্রীলঙ্কা সফরে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তিন ম্যাচের টি ২০ সিরিজ জিতেছে তারা। টানা একডজন জয়ের পর সিরিজের শেষ টি ২০ তে হেরেছে ভারত। এবার তিন ম্যাচের ওডিআই সিরিজ। মাঠের পারফরম্যান্সের সঙ্গেও আলোচনায় জার্সি। টি ২০ সিরিজে বাঁ হাতি স্পিনার রাধা যাদব (Radha Yadav) তিন নম্বর জার্সি পরে খেলেছেন। প্রথম ম্যাচের পরই ভারতীয় ক্রিকেটে আলোচনায় রাধার জার্সি। কিন্তু কেন? তিন নম্বর জার্সিতে খেলেছেন মিতালি রাজ (Mithali Raj)। শুধু ভারতেই নয়, বিশ্ব ক্রিকেটেও কিংবদন্তি মিতালি রাজ। আন্তর্জাতিক টি ২০ থেকে ২০১৮ সালে অবসর নিয়েছিলেন। সদ্য সব ফরম্যাটকেই বিদায় জানিয়েছেন মিতালি রাজ।

দীর্ঘ ২০ বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে খেলেছেন। ওডিআই ক্রিকেটে দেশকে দুটি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন। ২০১৭ সালে মিতালির নেতৃত্বে বিশ্বকাপ ফাইনাল খেলেছে ভারত। অল্পের জন্য রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। তবে সেই বিশ্বকাপ ফাইনালের পর ভারতীয় মহিলা ক্রিকেটের চিত্রটাই বদলে দিয়েছে। মিতালিকে দেখে দেশের এবং বিশ্বের অনেক তরুণীই ক্রিকেটের আঙিনায় প্রবেশ করেছেন। ক্রিকেটে মিতালির কৃতিত্ব-র মাপকাঠি বিচার করা অসম্ভব। সে কারণেই তাঁর জার্সির নম্বরে দেশের অন্যকে খেলতে দেখা, চোখ সওয়াতে কয়েক বছর লাগবে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি দাবি রেখেছেন, তিন নম্বর জার্সিকে রিটায়ার করানো হোক। ঠিক যেমনটা অনেক কিংবদন্তির ক্ষেত্রেই করা হয়।

ভারতীয় ক্রিকেটে এমনটা নতুন নয়। সচিন তেন্ডুলকর অবসর নেওয়ার পর ভারতীয় দলে এক ক্রিকেটারকে দেখা যায় ১০ নম্বর জার্সি। এসটি ১০ বলতে সচিন তেন্ডুলকরকেই মানা হয়। পরবর্তীতে যিনি এই জার্সিতে খেলেছিলেন তাঁরও নামেরও আদ্যক্ষর এসটি। তিনি শার্দূল ঠাকুর। সোশ্যাল মিডিয়ায় তিনিও এসটি ১০ দিয়ে নানা পোস্ট করেছিলেন। যার ফলে প্রবল বিদ্রুপের শিকার হয়েছিলেন শার্দূল। ভারতীয় ক্রিকেট ভক্তদের প্রবল সমালোচনার জেরে ১০ নম্বর জার্সি রিটায়ার করাতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার মাটিতে কাল থেকে শুরু হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওডিআই সিরিজ। স্কোয়াডে নেই রাধা যাদব। তবে আগামী মাসের শেষ দিকে কমনওয়েলথ গেমস। সেখানে খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দলও। তার আগে কি জার্সি নম্বর নিয়ে ভাবা হবে? শার্দূলের মতো রাধা যাদবকে বিদ্রুপের শিকার হতে হয়নি। তবে অনেকেই অসন্তুষ্ট, কিংবদন্তি মিতালির জার্সি নম্বর অন্য কাউকে দেওয়া নিয়ে।

Leave a Reply