জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের প্রথম দিনের খেলা
আগামীকাল, শুক্রবার অসমাপ্ত পঞ্চম টেস্টের জন্য এজবাস্টনে রুটদের বিরুদ্ধে নামবেন বিরাটরা।
এজবাস্টন: গত বছর ইংল্যান্ড সফরে গিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শেষ না করেই দেশে ফিরে এসেছিল বিরাট কোহলির ভারত (India)। এই মুহূর্তে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজ দাঁড়িয়ে ২-১। আগামীকাল, শুক্রবার অসমাপ্ত পঞ্চম টেস্টের জন্য এজবাস্টনে রুটদের বিরুদ্ধে নামবেন বিরাটরা। দুই দলই নিজেদের শেষ টেস্ট সিরিজে জিতেছে। সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতে ভারতের মুখে নামতে চলেছে বেন স্টোকসের দল। অন্যদিকে দেশের মাঠে দিমুখ করুণারত্নের শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। আগামীকাল, ১ জুলাই থেকে ৫ জুলাই অবধি চলবে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচ। এই মুহূর্তে দুই দলেই বেশ পরিবর্তন হয়েছে। অধিনায়ক বদলে গিয়েছে দুই দলেরই। এ বার দেখার শেষ ম্যাচে ভারত জিতে সিরিজ মুঠোয় ভরতে পারে নাকি পঞ্চম টেস্ট জিতে সিরিজ ২-২ শেষ হয়।
ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচটি কবে শুরু হবে?
ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচটি আগামীকাল শুক্রবার (১ জুলাই) থেকে শুরু হবে।
ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচটি বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে হবে।
ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে নাগাদ। ম্যাচের আগে ২.৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে সোনি স্পোর্টস চ্যানেলে। মোবাইলে দেখা যাবে সোনি লিভ অ্যাপ্লিকেশনে। পাশাপাশি দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচের লাইভ স্ট্রিমিং। এ ছাড়াও ভারতের ইংল্যান্ড সফরের শেষ টেস্ট ম্যাচ ও সীমিত ওভারের সিরিজের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
এক নজরে ভারত বনাম ইংল্যান্ড হেড টু হেড
- মোট: ১৩০টি ম্যাচ হয়েছে
- ভারত জিতেছে: ৩১ বার
- ইংল্যান্ড জিতেছে: ৪৯ বার
- ড্র: ৫০ বার
ইংল্যান্ডের মাটিতে ভারত বনাম ইংল্যান্ড হেড টু হেড
- মোট: ৬৫টি ম্যাচ হয়েছে
- ইংল্যান্ড জিতেছে: ৩৪ বার
- ভারত জিতেছে: ৯ বার
- ড্র: ২২ বার
ভারতের বিরুদ্ধে ইংল্যন্ডের হয়ে সব থেকে বেশি রান করেছেন – জো রুট (২৩৫২)
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছেন – বিরাট কোহলি (১৯৬০)