Virat Kohli: বিরাটের হাসিতে ইমোজির ছাপ, গিলের শেয়ার করা ছবি দেখেছেন?


আগামীকাল এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। ম্যাচ ডে-র আগের দিন অনুশীলন করেননি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। টুইটারে আজ, কোহলির সঙ্গে খোশমেজাজে সময় কাটানোর ছবি শেয়ার করেছেন শুভমন গিল (Shubman Gill)। সেই ছবিতেই বিরাটের হাসিতে ফুটে উঠেছে ইমোজির ছাপ। দেখে নিন বিরাটের অমলিন হাসির সেই ছবি…


Jun 30, 2022 | 8:04 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Jun 30, 2022 | 8:04 PM




ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে নামর আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের ওয়ার্ম আপ ম্যাচে খেলেছিল ভারত। সেই ম্যাচে প্রথম ইনিংসে কোহলি করেছিলেন ৩৩ রান। এবং দ্বিতীয় ইনিংসে বিরাটের ব্যাট থেকে এসেছিল ৬৭ রান। (ছবি-বিরাট কোহলি টুইটার)

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে নামর আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের ওয়ার্ম আপ ম্যাচে খেলেছিল ভারত। সেই ম্যাচে প্রথম ইনিংসে কোহলি করেছিলেন ৩৩ রান। এবং দ্বিতীয় ইনিংসে বিরাটের ব্যাট থেকে এসেছিল ৬৭ রান। (ছবি-বিরাট কোহলি টুইটার)

আগামীকাল এজবাস্টনে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পঞ্চম টেস্ট (Test) খেলতে নামবে টিম ইন্ডিয়া। ম্যাচ ডে-র আগের দিন অনুশীলন করেননি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। (ছবি-বিরাট কোহলি টুইটার)

আগামীকাল এজবাস্টনে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পঞ্চম টেস্ট (Test) খেলতে নামবে টিম ইন্ডিয়া। ম্যাচ ডে-র আগের দিন অনুশীলন করেননি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। (ছবি-বিরাট কোহলি টুইটার)

বেন স্টোকসদের বিরুদ্ধে নামার আগে অনুশীলনের ফাঁকে খোশমেজাজে শুভমন গিলের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। (ছবি-শুভমন গিল টুইটার)

বেন স্টোকসদের বিরুদ্ধে নামার আগে অনুশীলনের ফাঁকে খোশমেজাজে শুভমন গিলের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। (ছবি-শুভমন গিল টুইটার)

টুইটারে সেই ছবি শেয়ার করে শুভমন গিল লেখেন, "কোনও আন্দাজ কি করা যাচ্ছে কী নিয়ে মজা হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, বিভিন্ন ইমোজি রুপে বিরাট ভাইকে দেখার জন্য ডানদিকে সোয়াইপ করুন।" (ছবি-শুভমন গিল টুইটার)

টুইটারে সেই ছবি শেয়ার করে শুভমন গিল লেখেন, “কোনও আন্দাজ কি করা যাচ্ছে কী নিয়ে মজা হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, বিভিন্ন ইমোজি রুপে বিরাট ভাইকে দেখার জন্য ডানদিকে সোয়াইপ করুন।” (ছবি-শুভমন গিল টুইটার)

কোহলির সঙ্গে যে তিনখানা ছবি শেয়ার করেছেন গিল, তাতে তিন ধরণের ইমোজির ঝলক দেখা গিয়েছে বিরাটের হাসিতে। (ছবি-শুভমন গিল টুইটার)

কোহলির সঙ্গে যে তিনখানা ছবি শেয়ার করেছেন গিল, তাতে তিন ধরণের ইমোজির ঝলক দেখা গিয়েছে বিরাটের হাসিতে। (ছবি-শুভমন গিল টুইটার)






Most Read Stories


Leave a Reply