মালয়েশিয়া ওপেন থেকে বিদায় সিন্ধু-প্রণয়ের


মালয়েশিয়া ওপেন থেকে বিদায় সিন্ধু-প্রণয়ের

চলতি মালয়েশিয়া ওপেনে (Malaysia Open) ভারতের আশা কার্যত শেষ হয়ে গেল।

কুয়ালালামপুর: চলতি মালয়েশিয়া ওপেনে (Malaysia Open) ভারতের আশা কার্যত শেষ হয়ে গেল। শুক্রবার, একদিকে মেয়েদের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু (PV Sindhu) হেরে গেলেন চাইনিজ তাইপেই তাই জু ইংয়ের কাছে। ৫৩ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাই জু-র কাছে হেরে গেলেন সিন্ধু। তিন সেটের ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছিলেন সিন্ধু। কিন্তু পারেননি। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে এইচ এস প্রণয়কে (HS Prannoy) স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টি।

দু’বারের অলিম্পিকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু মালয়েশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে তাই জু-র কাছে প্রথম সেটে হারেন ২১-১৩। দ্বিতীয় সেটে দারুণভাবে কামব্যাক করেন সিন্ধু। ১৫-২১ হায়দরাবাদী শাটলার হারান তাই জু-কে। কিন্তু তৃতীয় সেটে আবার তাই জু চেপে ধরেন সিন্ধুকে। তবে বলা চলে শেষ অবধি লড়াই করে গিয়েছেন সিন্ধু। অবশেষে তৃতীয় সেটে ২১-১৩ ব্যবধানে জিতে নিয়ে হাসিমুখে কোর্ট ছাড়েন তাই জু।

পুরুষদের সিঙ্গলসে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির কাছে স্ট্রেট গেমে হারলেন প্রণয়। থমাস কাপে ভারতকে চ্যাম্পিয়ন করার কারিগর প্রণয়কে ৪৪ মিনিটেই হারিয়ে দিলেন সপ্তম বাছাই ক্রিস্টি। ম্যাচের ফল ১৮-২১, ১৬-২১। ক্রিস্টির বিরুদ্ধে এই নিয়ে তৃতীয় বার স্ট্রেট গেমে হারলেন প্রণয়।

চলতি মাসেই বার্মিংহামে রয়েছে কমনওয়েলথ গেমস। তার আগে পিভি সিন্ধুর এই ধারাবাহিকতার অভাব বেশ চিন্তায় ফেলে দিচ্ছে। মার্চ মাসে শেষ বার সুইস ওপেন জিতেছিলেন পিভি সিন্ধু। কিন্তু তার পর থেকে আর কোনও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। সুইস ওপেনের পর কোরিয়া ওপেন, ব্যাডমিন্টন এশিয়ান চ্যাম্পিয়নশিপ, উবের কাপ, ইন্দোনেশিয়া মাস্টার্স ও ইন্দোনেশিয়া ওপেনে হারের মুখ দেখতে হয়েছে সিন্ধুকে। এ বার মালয়েশিয়া ওপেনেও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল তাঁকে।

এই খবরটিও পড়ুন





Leave a Reply