India vs England 5th Test Day 1 Live Score: এজবাস্টনে আজ পঞ্চম টেস্টের প্রথম দিনে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।
ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট লাইভ
Key Events
মোট: ১৩০টি ম্যাচ হয়েছে, ভারত জিতেছে: ৩১ বার, ইংল্যান্ড জিতেছে: ৪৯ বার, ড্র: ৫০ বার।
মোট: ৬৫টি ম্যাচ হয়েছে, ইংল্যান্ড জিতেছে: ৩৪ বার, ভারত জিতেছে: ৯ বার, ড্র: ২২ বার।
LIVE Cricket Score & Updates
-
01 Jul 2022 02:20 PM (IST)
এজবাস্টন টেস্টের পিচদর্শন
এই পিচেই হবে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট।
A look at the pitch for the 5th Test Match.
Thoughts? ?#ENGvIND pic.twitter.com/5dVbvgFf5h
— BCCI (@BCCI) July 1, 2022
-
01 Jul 2022 02:10 PM (IST)
আর কিছুক্ষণ পর শুরু হতে চলেছে এজবাস্টন টেস্ট
এজবাস্টনে আজ শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচ।
Hello from Edgbaston for the #ENGvIND Test ?
CAN NOT WAIT! ? ?#TeamIndia pic.twitter.com/yZAqbYBpFQ
— BCCI (@BCCI) July 1, 2022
-
01 Jul 2022 02:07 PM (IST)
ইংল্যান্ডের মাটিতে ভারত বনাম ইংল্যান্ড হেড টু হেড
- মোট: ৬৫টি ম্যাচ হয়েছে
- ইংল্যান্ড জিতেছে: ৩৪ বার
- ভারত জিতেছে: ৯ বার
- ড্র: ২২ বার
-
01 Jul 2022 02:04 PM (IST)
এক নজরে ভারত বনাম ইংল্যান্ড হেড টু হেড
- মোট: ১৩০টি ম্যাচ হয়েছে
- ভারত জিতেছে: ৩১ বার
- ইংল্যান্ড জিতেছে: ৪৯ বার
- ড্র: ৫০ বার
এজবাস্টন: আজ থেকে শুরু হতে চলেছে এজবাস্টন (Edgbaston) টেস্ট। এই টেস্ট চলবে ৫ জুলাই অবধি। গত বছর ইংল্যান্ড (England) সফরে গিয়ে, করোনার জন্য শেষ টেস্ট (Test) ম্যাচ না খেলেই দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলিরা। ভারত (Team India) এই মুহূর্তে এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। সিরিজের মাঝে লম্বা বিরতি অনেক কিছুই বদলে দিয়েছে। ভারতীয় শিবিরে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা করোনা আক্রান্ত হওয়ায় কম্বিনেশনেও ধোঁয়াশা তৈরি করেছে। উলটো দিকে ইংল্যান্ডের সাম্প্রতিক ছন্দও কিন্তু রীতিমতো ভয় ধরানোর মতোই। সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ সিরিজ জিতেছে তারা। এই ম্যাচে ইংল্যান্ডের হারানোর কিছু নেই। তবে ভারতের সিরিজ জয় আটকানোই লক্ষ্য থাকবে তাদের। এজবাস্টন টেস্টে হার এড়িয়ে সিরিজ জিততে ভারতও কিন্তু তৈরি।
Published On – Jul 01,2022 2:00 PM